শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

জুন, ২০১৭

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভূতের আদেশে মেয়ের দু’কান কাটল বাবা!

গোটা ভারত এখন ডিজিটাল হওয়ার পথে ছুটছে। কিন্তু আজও যে ভারতীয়রা কুসংস্কারে আচ্ছন্ন, ফের একটি ঘটনা তারই প্রমাণ করে দিল। তন্ত্র-মন্ত্র থেকে শুরু করে ভূত-প্রেত ভারতে অনেকেই এখনও কুসংস্কারাচ্ছন্ন। জানা গেছে, ভূতের আদেশে আর সেটা মানতে মেয়ের দু’টি কান কেটে ফেললেন এক বাবা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে খোদ ভারতের রাজধানী দিল্লিতে। অভিযুক্ত ব্যক্তির নাম অমরীত বাহাদুর। গত বৃহস্পতিবার সকালে দিল্লির জিটিবি এনক্লেভে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, কয়েক মাস আগে বাহাদুরেরবিস্তারিত পড়ুন

ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

সানিয়া মির্জা যেন মহাবিপদে পড়ে আছেন। তিনি ভারতের প্রশংসা করলেও দোষ, না করলেও দোষ। স্বামী শোয়েব মালিক খেলেন পাকিস্তানের হয়ে। তিনি টেনিসে ভারতের প্রতিনিধি। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠে পড়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোন দেশকে সমর্থন করবেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। এ ব্যাপারে অবশেষে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন কাকে সমর্থন করেছিলেন ফাইনালের দিন। খবর এবেলার। এর আগে সেমিফাইনালে পাক দলের খেলা দেখতে গ্যালারিতে তাকে দেখে সৌরভ বলেছিলেন, ‘দেখুন পাকিস্তানের সমর্থক ও ভারতেরবিস্তারিত পড়ুন

‘ঈদির দিন কি রুটি খাবো?’

মণিরামপুরের মাহমুদকাটি গ্রামের বৃদ্ধ আকবর আলী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘ঈদির দিন সব মানুষ যখন ভালো খাওয়া-দাওয়া করবে, আমরা কি তখন রুটি খাবো? তা-ও নিজিরা না হয় খালাম; বাড়িতি মেয়ে-জামাই আসবে। তাদের পাতে কি ঈদির দিন রুটি দিয়া যায়, কন?’ আকবরের এই ক্ষোভ জন্মেছে ভিজিএফের আওতায় এবারের ঈদের আগে চালের বদলে গম দেওয়ার সিদ্ধান্তে। ফসলহানি, অপরিকল্পিত ভিজিএফ কর্মসূচির কারণে সরকারি ভাণ্ডারে চালের মজুদ তলানিতে ঠেকেছে। এর ফলে বাজারে চালের দাম রেকর্ড সৃষ্টিবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষ

মণিরামপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মণিরামপুরের বিজয়রামপুর খইতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ট্রাকের চালক সালমান (২৮) ও হেলপার ইয়াসিন (২২)। আহত সালমান যশোরের খাজুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ইয়াসিনের বাড়িও একই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীনবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৯১) সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে কেশবপুরের দিক থেকে একটি দ্রুতগামী খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-১৫২৯)বিস্তারিত পড়ুন

মনিরামপুর পল্লীতে বজ্রপাতে মারা গেলো মহিলা ও তার ৯টি ছাগল!

যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়েনের কৃষ্ণবাটী গ্রামের মৃত শের আলী গাজীর স্বামী পরিত্যাক্ত এক মাত্র মেয়ে জরিনা খাতুন (৩৫) প্রতি দিনকার মত তার ১০টি ছাগল চরানোর জন্য মাঠে যায়। বৃহস্পতিবার ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে মাঠের একটি স্যালো ঘরে ছাগল সহ আশ্রয় নেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিয়তি তাকে আর সময় দেয়নি। বেলা সাড়ে তিনটার দিকে বজ্রপাতে সে এবং তার একমাত্র সম্পদ ১০টি ছাগলেন মধ্যে ৯টি ছাগলই মারাবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রজনন স্বাস্থ্য ও মনস্তাত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত মতবিনিময় সভা

যশোরের কেশবপুরে যুব বান্ধব প্রজনন স্বাস্থ্য ও মনস্তাত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দলিত হারচয়েস প্রকল্পের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে ও প্রকল্প ব্যাবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,বিস্তারিত পড়ুন

কেশবপুরে মৎস্য ঘেরের ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

যশোরের কেশবপুরের মেহেরপুর মৌজায় পদ্মবিলের একতা সেচ প্রকল্পের মৎস্য ঘেরের ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, কপোতাক্ষ নদের নাব্যতা হারানোর কারণে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মেহেরপুর পদ্মবিলে জলাবদ্ধতা স্থায়ী রূপ লাভ করে। ঐ বিলে কোন ফসল না হওয়ায় মেহেরপুর, বাঁশবাড়িয়া, ধর্মপুর, গোবিন্দপুর ও গোপসেনা গ্রামের প্রায় ৫/৬ হাজার পরিবার মানবেতর জীবন-যাপন করতে থাকে। ২০১০ সালের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্যবিস্তারিত পড়ুন

কেশবপুরে সাংবাদিকদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন

যশোরের কেশবপুরে তৃণমূল সাংবাদিকদের ৩ দিন ব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ দলিতের আয়োজনে সাগরদাঁড়ি শিশু বিকাশ কেন্দ্রে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে ও স্পন্সরশীপ অফিসার হান্না সরকারের পরিচালনায় তৃণমূল সাংবাদিকদের ৩ দিন ব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের প্রদান করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিজয় টিভির যশোর জেলা প্রতিনিধি শামীম রেজা ও সাংবাদিক আলমগীর হোসেন। অনুষ্ঠানে ২২ জন তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

কলারোয়া সীমান্তের বিপরীতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৫বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার সকালে মাদরা বিওপির হাবিলদার আবু মুনসুর জানান- বুধবার সন্ধ্যায় ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আর ৯বির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের নুরউদ্দিন গাইনের ছেলে ইদ্রিস গাইন(৬০), একই গ্রামের রুস্তম আলীর ছেলে শহিদুল ইসলাম(৩০), খুলনার কয়রা উপজেলার চৌকুনি গ্রামের নবাব আলী গাজীর ছেলে আ. মান্নান গাজী(৪০) ও আব্দুল মান্নানের স্ত্রী হাজেরা বিবি(৩৫)কে হস্তান্তর করে। তারাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গৃহপালিত হাস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়ায় গৃহপালিত হাস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা পরিষদের অর্থায়নে ৩দিন ব্যাপী ওই প্রশিক্ষণে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উন্নয়ন ফোরাম। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।ৎ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গৃহিনীরা প্রশিক্ষণে অংশ নেন।

কলারোয়ায় মুসলিম এইডের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় ঈদ উপলক্ষে মুসলিম এইডের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুসলিম এইডের অফিসে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মুসলিম এইডের কলারোয়া শাখার ম্যানেজার আব্দুল মান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকী। এসময় উপস্থিত ছিলেন- কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধিদের মাঝে ভাতার কার্ড বিতরণ

কলারোয়ার চন্দনপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে সরকারি ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্ড বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। নতুন বছরে ইউনিয়নে মোট ৬৫জনের মাঝে এ ভাতার কার্ডগুলো বিতরণ করা হয়। এগুলোর মধ্যে ৩০ জনের মাঝে বয়স্ক ভাতা, ২৯জনের মাঝে প্রতিবন্ধি কার্ড ও ৬জনের মাঝে বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয় বলে জানা গেছে। ভাতাধারীরা বৃহষ্পতিবারই ব্যাংক থেকে কার্ডপ্রতি ৪হাজার ৫’শ টাকাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে বাংলালিংক নেটওয়ার্কের সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা

যশোর জেলার রাজগঞ্জে বাংলালিংক নেটওয়ার্কের সমস্যায় ভোগান্তিতে গ্রাহকরা। বুধবার দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলালিংক নেটওয়ার্কের ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে৷ যে কারণে বাংলালিংক সীমকার্ড ব্যবহারকারি গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে৷ বাংলালিংক থেকে সকল প্রকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রমে সীমকার্ড ব্যবহারকারীরা তাদের মোবাইল ব্যাংকিংয়ের অর্থ লেনদেন করতে পারছে না ৷ পারছে না কল করতে৷ ইন্টারনেট ব্যবহারেও বিঘ্ন ঘটছে ব্যাপক৷ এই ভোগান্তিতে অনেককে দেখা গেছে- তাদের মোবাইল খুলে সীমকার্ডটি পরিস্কার করেবিস্তারিত পড়ুন

মনিরামপুরের চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের নয়া কমিটির পরিচিত সভা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসার হল রুমে কমিটির আহবায়ক এম এম ইমরান খান পান্নার সভাপতিত্ব ইফতারপূর্ব আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারেফবিস্তারিত পড়ুন

কেশবপুরে অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

যশোরের কেশবপুর উপজেলার ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, প্রচার সম্পাদক সোহেল পারভেজ ও সদস্য মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ প্রদান করেন দলিত হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসালিলেটর প্রহলাদ কুমার দাস ও ইউনিয়ন ফ্যাসালিলেটর রুমিচা খাতুন।

কেশবপুরে ছাত্রলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাগরদাঁড়ি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মুন্না,বিস্তারিত পড়ুন