মার্চ, ২০১৭
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার নবাগত ওসিকে যুবলীগের শুভেচ্ছা

সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় নবাগত ওসি বিপ্লব কুমার নাথকে শুভেচ্ছা জানাতে তার অফিসে যান কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্নার নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ আবু রায়হান লিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার, যুবলীগ নেতা ডিশ মুজিবর, মারুফ, মিলন প্রমুখ। উল্লেখ্য,শুক্রবারবিস্তারিত পড়ুন
২০১৯ সালের নির্বাচনই আসল নির্বাচন : নাসিম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘কুমিল্লার নির্বাচন নির্বাচন নয়, সুনামগঞ্জের নির্বাচন নির্বাচন নয়, ২০১৯ সালের নির্বাচনই হবে আসল নির্বাচন। সাহস থাকলে মাঠে থাকুন, ওই সময়ের নির্বাচনে অংশগ্রহণ করুন। ২০১৪ সালের নির্বাচনের মতো পালিয়ে যাবেন না। ’ শুক্রবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে গণহত্যা স্মরণে ১৪ দলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ১৪ দলবিস্তারিত পড়ুন
ওসি বিপ্লব কুমার নাথের কলারোয়া থানায় যোগদান

সাতক্ষীরার কলারোয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সদ্য যোগদান করেছেন বিপ্লব কুমার নাথ। শুক্রবার সকালে তিনি দায়িত্ব বুঝে নিয়ে ওসি এমদাদুল হক শেখের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি যশোর জেলার মণিরামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত ২৮ মার্চ কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।
কলারোয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিবসের সকল কর্মসূচি। ২৬ মার্চ দিনব্যাপী স্বাধীনতা দিবসে ক্রীড়া ও বৃহস্পতিবার রাতে বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আগে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ.লীগ নেতা শওকত আলী খার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক মাদরাসা শিক্ষক আটক

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে। আটক হওয়া আলমগীর হোসেন পৌর শহরের কোল্ডস্টোর মোড় মসজিদের ইমাম। শুক্রবার বিকেলে তাকে কলারোয়া বাজার থেকে আটক করা হয়। তিনি উপজেলার বুইতা গ্রামের আফসার আলীর ছেলে। আলমগীর হোসেন উপজেলার রাজনগর মাদরাসায় শিক্ষকতা করেন। তার বিরুদ্ধে কলারোয়া থানায় নাশকতা মামলা (নম্বর-৩১, তারিখ-২৮.১১.১৬) থাকায় তাকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার এসআই পিন্টুলাল দাস।
কলারোয়ায় ‘দেশ টিভি দর্শক ফোরাম’ বিলুপ্ত ঘোষণা

সাতক্ষীরার কলারোয়ায় ‘দেশ টিভি দর্শক ফোরাম’ এর সাংগঠনিক কাঠামো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিজ হাতে লেখা ওই প্রেস বিজ্ঞপ্তিতে এড. শেখ কামাল রেজা উল্লেখ করেছেন, দেশ টেলিভিশন লি: এর দর্শকদের নিয়ে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র অভ্যন্তরে ‘দেশ টিভি দর্শক ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়। দীর্ঘদিন এই সংগঠনেরবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রাবতী ব্রিজ জরাজীর্ণ ও নর্দমায় পরিণত

কলারোয়া উপজেলার জনগুরুত্বপূর্র্ণ গ্রামীণ পাকা সড়কগুলোর মধ্যে কলারোয়া-টু-সরসকাটি ও খোর্দ্দ এই সড়কটির উপর বেত্রাবতী নদীর ব্রিজটি বেহাল দশা চরমে উঠেছে। এই ব্রিজটি দেখার যেন কেউ নেই। সবচেয়ে মজার দৃশ্য হলো ব্রিজের নীচ যেন ময়লা ফেলার এক নর্দমা। এখানে প্রচলিত হয়ে গেছে, পাশের মুরগী মাংস ব্যবসায়ীরা মুরগীর অবশিষ্ট ও নানা প্রকার ময়লা আবর্জনা ফেলার স্থান করে নিয়েছে। সরেজমিনে গেলে ব্যবসায়ীরা বলেন, আমরা পৌর মেয়র ও উর্দ্ধতন কর্তৃপক্ষ কাছে জানিয়েছি কিন্তু কোন ফলবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ২শ’পিচ ফেনসিডিল উদ্ধার

কলারোয়া সীমান্তে এবার ২শ পিচ ফেনসিডিল উদ্ধার করলো এক ইউপি সদস্য। শুক্রবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, ভোররাতে উপজেলার সুলতানপুর গ্রামের কানাপুকুর স্থানে ওই ওয়ার্ডে সদস্য আরিফুল ইসলাম রুবেল একটি বস্তা দেখতে পায়। পরে বস্তাটি ইউনিয়ন পরিষদে নিয়ে এসে সকলের সামনে খুলে দেখেন যে তার ভিতরে ২শ’ পিচ ভারতীয় ফেনসিডিল রয়েছে। পরে কলারোয়া থানায় খবর দিলে থানার এসআই সোলাইমান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত উদ্ধারকৃত ফেনসিডিল জব্দবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলায় ৪০দিনের কর্মসূচি প্রকল্প
মৃত ব্যক্তিসহ ৯ব্যক্তির নামে ভুয়া বিল দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ

কলারোয়ায় ৪০দিনের কর্মমুখি ইজিপিপি প্রকল্পে ৯ব্যক্তির নাম দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দরখাস্ত হয়েছে। শুক্রবার বিকালে অভিযোগ সুত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আঃ সাত্তার ওই প্রকল্পের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছে। সেই সুবাধে তিনি ওই এলাকার শেখ সোহেল হোসেন, শরিফুল ইসলাম, আয়ুব আলী, মৃত সাজু, সোহরাব হোসেন, আলমগীর হোসেন, আজগার আলী, মেহেদী হাসান, খলিল হোসেনের নাম দিয়ে বিল করে টাকা উত্তোলনবিস্তারিত পড়ুন
হত্যাকারীদের রক্ষা নাই: ফেসবুকে মনিরুল

র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের খুনিদের সমূলে বিনাশ করা হবে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলামের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো। সকলকে কাঁদিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে চিরবিদায় নিলেন প্রিয় সহযোদ্ধা লে. কর্নেল আজাদ! সহযোদ্ধার মৃত্যু বেদনা দেয় একথা যেমন সত্য, তেমনি সেই শোককে শক্তিতেবিস্তারিত পড়ুন
কুসিক নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি : গয়েশ্বর

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ‘ফেয়ার’ কিন্তু ‘ইলেকশন আনফেয়ার’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্রগোষ্ঠি দল, ঢাকা মহানগর আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জয়লাভ হলেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, এই থিওরি থেকে বের হয়ে আসতে হবে। কারণ কুসিক নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকের বাড়ীতে চুরি

কলারোয়ায় এক সাংবাদিকের বাড়ীতে গভীর রাতে চুরি সংঘঠিত হয়েছে। পৌর সদরের তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ডে অবস্থিত সাংবাদিক এমএ আজিজের বাড়ীতে বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই চুরি সংঘঠিত হয়। সাংবাদিক এমএ আজিজ যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্মের ভাবনার কলারোয়া প্রতিনিধি এবং প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) কলারোয়া শাখার পরিচালক হিসেবে কর্মরত। তিনি জানান, বুধবার রাতে তারা নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরবেলা তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখেন ঘরের দরজা খোলা ওবিস্তারিত পড়ুন
সভাপতি পলাশ চৌধুরী, সম্পাদক রশিদুর চৌধুরী
কলারোয়ায় দলিল লেখক সমিতির নির্বাচন

সাতক্ষীরার কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সমিতির ৪৫ জন সদস্য তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ সভাপতি পদে ও রশিদুর রহমান খান চৌধুরী সাধারণ সম্পাদক পদে ও আ. সাত্তার বিনা-প্রতিদ্বন্ধীতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আহম্মদ আলী ও মিজানুরবিস্তারিত পড়ুন
‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে
কলারোয়ায় দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপন উপলক্ষে ৫ম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। বক্তারা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি বিরোধী কর্মকান্ড চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সবখানেই দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলাবিস্তারিত পড়ুন
‘মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জঙ্গি নিহত’

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭-৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অপারেশন হিটব্যাক নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, ভেতরে থাকা জঙ্গিদের মৃতদেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ঠিক কত জঙ্গি ভেতরে ছিল সেটা নিশ্চিতভাবে না বলা গেলেও ৭ থেকে ৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে। বৃহষ্পতিবার অভিযান শুরুর পর বেলা ১১টা ৫১ মিনিটে নাসিরপুরের জঙ্গি আস্তানারবিস্তারিত পড়ুন
দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে বৃহষ্পতিবার বাদ মাগরিব এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডের অন্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দেশের অব্যাহতবিস্তারিত পড়ুন