বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

৮ প্রার্থীর মধ্যে প্রয়াত পিতার পদে প্রভাষক ফারুক হোসেন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ তিন বছর পর যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শুন্য পদসহ তিনটি পদ পুরন করা হয়েছে৷

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক করা হয়েছে প্রয়াত সাধারন সম্পাদক গোলাম মোস্তফার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেনকে৷ দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম থেকে গতকাল শনিবার ঢাকা থেকে এ ঘোষনা দেয়া হয়েছে৷ এ ছাড়াও সিনিয়র সহসভাপতি করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুকে এবং এক নম্বর সদস্য করা হয়েছে বিআরডিবি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে৷

জানা যায়, বিগত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল৷ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপিসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ কাউন্সিল অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের গঠিত কমিটির শুধুমাত্র দু’টি পদে অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানকে সভাপতি এবং গোলাম মোস্তফাকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়৷
পরের বছর ২০১৫ সালের ৬ ডিসেম্বর মৃত্যু হয় সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার৷ গোলাম মোস্তফার মৃত্যুর পর থেকে সাধারণ সম্পাদকের পদটি ছিল শুন্য৷ ফলে এক সদস্যের কমিটির নেতৃত্বে দলটির মনিরামপুর উপজেলা শাখার কার্যক্রম চলে আসছিল৷

তার ওপর দলের ভেতরে ব্যাপক লবিং-গ্রুপিংয়ের কারণে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম হ-য-ব-র-ল অবস্থা বিরাজমান ছিল৷ এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক অধিকাংশ নেতৃবৃন্দ পুনরায় রিকাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন করেন৷

একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, মণিরামপুরে এ সংগঠনটির প্রানচাঞ্চল্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয়ভাবে নেয়া হয়েছে নানা উদ্যোগ৷ তারই ফলশ্রুতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি পাবার জন্য আট নেতা তৃনমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সরনাপন্ন হন৷ সাধারণ সম্পাদক হতে মাঠে ময়দানে চষে বেড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু৷

একই প্রত্যাশায় প্রয়াত সাধারন সম্পাদক গোলাম মোস্তফার ছোট ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সাথে মিশে রয়েছেন, পিতার পদটি পাবার জন্য৷ অবশ্য গোলাম মোস্তফার মৃত্যুর পর ফারুকের প্রতি দলের নেতাকর্মীদের বেশ উদারতা ছিল লক্ষ্যণীয়৷

অন্যদিকে আর এক সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পর পর দুই বার নির্বাচিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা খানম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক গাউসুল মোস্তাক, আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দৌড়ঝাপ করেন৷
এদিকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমাদুল হাসান জানান, দলের সভানেত্রী প্রধামমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গঠিত তিন সদস্যের কমিটি (কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন, নির্বাহী সদস্য এস,এম,কামাল) শনিবার মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও এক নম্বর সদস্যের নাম ঘোষনা করেন৷

নব-নির্বাচিত সাধারন সম্পাদক হয়েছেন প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু এবং এক নম্বর সদস্য হয়েছেন বিআরডিবি চেয়ারম্যান আবুল কালাম আজাদ৷ এদিকে, এ ঘোষনায় শনিবার বিকেলে উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তীও নেতৃতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর শহরে আনন্দ মিছিল বের করে৷

এ ব্যপারে নব নির্বাচিত সাধারন সম্পাদক ফারুক হোসেন তার প্রতিক্রীয়া ব্যক্ত করে বলেন, দলের ভেতর কোন গ্রুপিং নয়, ভেদাভেদ ভূলে সকলকে সাথে নিয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালি করা হবে৷ এ দিকে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা স্বপন ভট্টাচার্য নব-নির্বাচিত সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি তাদের গতিশীল নেতৃত্বে সংগঠন আরো স্থিতিশীল ও শক্তিশালী হবে৷

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা