বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

২ ইউপিডিএফ নেত্রীকে অপহরণের অভিযোগ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

আজ রোববার দুপুর ১২টায় মেইলে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন সংগঠনটির জেলা সংগঠক সচল চাকমা। এ সময় আরেক সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতাকে গুলি ও একটি মেসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অপহৃতরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা।

গুলিবিদ্ধ হয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মসিং চাকমা। তবে আহত ধর্মসিং চাকমা কোথায় আছেন, এ বিষয়ে কিছু জানায়নি ইউপিডিএফ।

এ ঘটনার জন্য সংগঠন থেকে বেরিয়ে গিয়ে পৃথক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিবৃতিতে সচল চাকমা বলেন, ‘সকাল সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক থেকে কয়েকশ গজ দূরে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মসিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। দুর্বৃত্তরা ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয়।’

‘একই সঙ্গে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের স্টাইলে হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এ সময় এই দুই নেত্রীকে আবাসিকের বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পূর্ব পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়।’

সচল চাকমা এই হামলাকে ‘কাপুরুষোচিত ও ন্যক্কারজনক’ অভিহিত করে বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে ইউপিডিএফকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সশস্ত্র সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তার উত্থানকে রুদ্ধ করতে চাইছে।’

এদিকে অপহরণ ও হামলার প্রতিবাদে ও অপহৃতদের মুক্তির দাবিতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে।

এ বিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং আমাদের ফোর্স ওই এলাকায় গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মাস ছয়েক আগে ইউপিডিএফের কিছু নেতাকর্মী দল থেকে বেরিয়ে এসে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে পৃথক সংগঠন গড়েন। এর পর থেকে মূল ইউপিডিএফের ছয়জন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন। আর এসব খুনের ঘটনায় প্রতিবারই দলটি ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…