শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘ম্যাডাম’ বলছেন পুলিশ কর্তারা

এক দিনের জন্য কলকাতা পুলিশের ডিসি দ্বাদশ শ্রেনীর ছাত্রী!!

কলকাতা পুলিশের ডিসি (এসইডি)-র চেয়ারে বসলেন দ্বাদশ শ্রেনীর কৃতী ছাত্রী রিচা সিং। কয়েক ঘন্টার জন্য ডিসির দায়িত্ব তাঁর কাঁধেই তুলে দিলেন কলকাতার পুলিশ কর্তারা। সে চেয়ারে বসে রয়েছেন তাঁর উল্টোদিকের চেয়ারে বসে রয়েছে শহরের দুঁদে পুলিশ অফিসাররা। আইএসসি পরীক্ষায় দেশে তৃতীয় হয়েছে সে। আর তাই একদিনের জন্য  কলকাতা পুলিশের ডিসি (এসইডি)-র দায়িত্ব সামলাল দ্বাদশ শ্রেণির ছাত্রী রিচা সিং। মেধাবী ছাত্রীকে অভিনব এই পুরস্কার দিলেন খোদ কলকাতার

পুলিশ কমিশনার রাজেশ কুমার। আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে তৃতীয় হয়েছে গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি-র মেয়ে। তাঁর সাফল্যে গর্বিত কলকাতা পুলিশ।গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত রাজেশ সিং। তার মেয়ে রিচা সিং দ্বাদশ শ্রেণির ছাত্রী। এবার টালিগঞ্জের জিডি বিড়লা স্কুল থেকে আইএসসি পরীক্ষা দিয়েছিল সে।তারপরে তাঁর ফলাফলের ভিত্তিতেই সে দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে।আর মেয়ের এই সাফল্যের ফলে খুশী তাঁর বাবাও।শুধু তাই নয় একদিনের জন্য তাঁকে ডিসির চেয়ার ছেড়ে দিয়েও তাঁকে কুর্নিশ জানাল কলকাতা পুলিশ।বুধবার সকালে বাবার সঙ্গে কলকাতা পুলিশের দপ্তরে হাজির হয় রিচা। নিয়ম মেনে তাঁকে ডিসির (এসইডি) দায়িত্ব বুঝিয়ে দেন কলকাতা পুলিশের শীর্ষকর্তারা। এরপর ফোন করে ‘নয়া ডিসি’-কে রিপোর্ট দেন শহরের বিভিন্ন থানার ওসিরা।

এদিন বেশ কয়েকটি ফাইলেও সই করেন রিচা। বেনিয়াপুকুর ও তপসিয়া থানা পরিদর্শনে যান কলকাতার ১দিনের পুলিশকর্তা রিচা সিং। তাঁকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান ওই দুই থানার আধিকারিকরা।  

কলকাতা পুলিশ সূত্রে খবর, রিচার বাবা রাজেশ সিং যে থানার অতিরিক্ত ওসি, সেই গড়িয়াহাট থানাটি কলকাতা পুলিশের এসইডি বা সাউথ ইস্ট ডিভিশনেরই অধীন। এই ডিভিশনের ডিসি হলেন রাজেশবাবুর বস। কিন্তু সেই চেয়ারেই বসেছেন তাঁর মেয়ে রিচা।অর্থাৎ মেয়ের নির্দেশ মতোই কাজ করতে হয়েছে বাবাকেও। কিন্তু মেয়ের তত্বাবধানে কাজ করে আনন্দ পেয়েছেন তাঁর বাবাও রাজেশ সিং। শুধু তাই নয় বাবার সহকর্মী, যাঁদের রিচা ‘আঙ্কল’ বলে ডাকে, তাঁরাই এদিন দ্বাদশ শ্রেণির ছাত্রীটিকে ‘ম্যাডাম’ সম্বোধন করছিলেন। কলকাতা পুলিশের তরফ থেকে এই সিদ্ধান্তের ফলে যথারীতি খুশী ‘সিং’ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!