শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর: শোকসভা

সৃজণশীল শিক্ষা : তালায় মুনাফালোভীরা প্রাইমারি শিক্ষার্থীদের হাতে গুঁজে দিচ্ছে গাইড বই

নতুন শিক্ষা বর্ষকে সামনে রেখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্ক বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাতক্ষীরার তালায় এক শ্রেণীর মুনাফালোভী শিক্ষক ও প্রকাশণী কতৃপক্ষ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বাধ্যতামূলক আবারো গুঁজে দিচ্ছে নিষিদ্ধ গাইড বই।

তালা, পাটকেলঘাটার লাইব্রেরীগুলো পরোক্ষভাবে বই বিক্রি করলেও মফস্বলের লাইব্রেরী বা দোকানিরা এক প্রকার প্রকাশ্যে বিক্রি করছে এসব নিষিদ্ধ গাইড বা নোট বই। গত কয়েক বছর হল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের সমিতির মেয়াদ ফুরিয়ে গেলেও এসব নিষিদ্ধ বই বিক্রিতে এখনো সরব রয়েছেন তারা এমনটাই অভিযোগ উঠেছে। এর আগে তারা তৃণমূলের বিভিন্ন শিক্ষকদের সাথে জেলা সদরে বৈঠকও করেছেন বলে নিশ্চিত করেছিল নির্ভর যোগ্য একাধিক সূত্র। অথচ স্থানীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তারা সরকারি নির্দেশনাকে পরোক্ষভাবে পাশকাটিয়ে বলছেন,তার জানামতে কোথাও কোন প্রকার গাইড বা নোট বই বিক্রি করছেননা। করলে অবশ্যই তারা ব্যবস্থা নিবেন।

অভিযোগে জানা গেছে যে, নতুন শিক্ষা বর্ষে তালার ২১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকাশণী প্রতিষ্ঠান তাদের প্রকাশিত বই তালিকাভুক্ত করতে সেই গত বছরের শেষ সময় থেকে নানাভাবে প্রলুব্ধ করে আসছিল। তবে সরকারিভাবে এব্যাপারে বিধি নিষেধ বলবৎ থাকায় তারা দেরীতে হলেও সেই পুরনো পদ্ধতিতে বই বিক্রি করছে বিভিন্ন লাইব্রেরী বা দোকানিরা। সচেতন অভিভাবকসহ এলাকবাসী জানান,সৃজণশীল শিক্ষা ব্যবস্থায় সরকার সব ধরণের গাইড বই নিষিদ্ধ করলেও তালা উপজেলা তা এক দিনের জন্য হলেও বন্ধ হয়নি।

শুধু ধরণ বদলেছে মাত্র। আগে প্রতিটি স্কুল থেকে প্রকাশ্যে ঢাক-ঢোল পিটিয়ে বুক লিষ্ট বা বই এর তালিকা দেওয়া হত আর এখন তা চুপিসারে শ্রেণী শিক্ষকদের মাধ্যমে অলিখিতভাবে সরবরাহ করা হয়। বিভিন্ন প্রকাশণীর পক্ষেও তাদের বইয়ের তালিকা সম্বলিত ক্লাস রুটিন সরবরাহ করছে। এজন্য প্রতি বছর শিক্ষকদের প্রলুব্ধ করতে প্রকাশনা কর্তৃপক্ষ শিক্ষক নেতাদের প্রত্যক্ষ সহযোগীতায় বিভিন্ন শিক্ষকদের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন সুবিধা পৌছে দিতেন। তবে এবার সবকিছু হচ্ছে অত্যন্ত চুপিসারে।

সূত্র জানায়, তালা উপজেলা এলাকায় মূলত এবার ২য়,৩য়,৪র্থ ও পঞ্চম শ্রেণীর জন্য ঢাকার বাংলা বাজারের বই সাগর পাবিলিকেসন্স তাদের একের ভিতর সব বই গুলি এক প্রকার ফেরী করে বিক্রি করছে তাদের নির্দিষ্ট এজেন্টদের মাধ্যমে।

অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার তালার খেশরা,সাহাপুর, জালালপুর, হরিহরনগর, শালিখা, পাইকগাছার কাটিপাড়াসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তালার অরুনা বই ঘর ও কাটিপাড়ার জয়ব্রত লাইব্রেরীর স্বত্তাধীকারী শ্রী জগবন্ধুর নিয়োগকৃত কর্মচারী রফিকুল ইসলাম প্রত্যন্ত জনপদের বিভিন্ন স্কুল ও বাড়ি বাড়ি গিয়ে সাইকেলযোগে তাদের নির্দিষ্ট লাইব্রেরীর বই পৌছে দিচ্ছে।

এসময় রফিকলের সাথে সরাসরি কথা হলে অবৈধ বই বিক্রির ব্যাপারে জানতে চাইলে এপ্রতিবেদককে বলেন, তিনি কোম্পানি বা কাটি পাড়ার জগবন্ধুর লোক আপনারা (সাংবাদিকদের) তার সাথে কথা বলেন বিস্তারিত জানতে পারবেন। স্থানীয় একাধিক লাইব্রেরী বা বই দোকানিরা জানান, গাইড বই বিক্রিতে বিধি নিষেধের কথা তারা সুনেছেন তবে তাদের কেউ কিছু বলেনি। তাছাড়া সবাই যখন বিক্রি করছে তাদের বিক্রি করলে দোষের কি?

এ ব্যাপারে সচেতন অভিভাবকসহ শিক্ষাবিদরা মনে করেন, পূর্বের ন্যায় গাইড বই ব্যবহারে শিক্ষার্থীদের সেই পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। তাই উন্নত শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখতে গাইড বই সংক্রান্ত নীতিমালা বা আইনের যথাযথ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম বলেন, প্রাথমিকস্তরে গাইড বই সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। তবে কেউ বিক্রি করছে কিনা সে ব্যাপারে তার জানা নেই। যদি কারো সামনে এমন বিক্রেতাদের কারো চোখে পড়লে বিষয়টি তাৎক্ষণিক তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এমপি পুত্র’র অকাল মৃত্যুতে মহিলা কলেজে শোকসভা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এবং তালা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর পুত্র অনিক আজিজের অকাল মৃত্যুতে মহিলা কলেজে শোকসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে তালা মহিলা কলেজের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
মহিলা কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি’র ছোট ভাই সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আমেনা বিলকিস ময়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলেজ কভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভষক প্রণব ঘোষ বাবলু, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,ছাত্রলীরে সভাপতি ও তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।

এমপি পুত্র’র অকাল প্রয়াণে শহীদ মুক্তিযোদ্ধা কলেজে শোকসভা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর পুত্র অনিক আজিজের অকাল প্রয়াণে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, শিক্ষক অচিন্ত্য সাহা, লক্ষন চন্দ্র রায়, মোঃ সাইদুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, আশরাফ হোসেন, মোশারাফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, ভৈরব চন্দ্র দাশ, আবুল কালাম, মোঃ মশিয়ার রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা