সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সুধাংশু কুমার তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

তালা বি.দে সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুধাংশু কুমার সরকার গনপ্রজাতন্ত্রী বাংদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ এর পর্যালোচনায় তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ২০১৬ সালে ও তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
২০১৬ সালে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
তার বাড়ি পাটকেলঘাটা থানার হোগলাডাঙ্গা গ্রামে। পিতা মুকুন্দ কুমার সরকার মাতা প্রনতি সরকার।

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা ও তাদের কল্যান কামনাই তার একমাত্র লক্ষ্য।

তিনি সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেছেন।

তুবা পাইপ এন্ড ফিটিং ইন্ডাঃ’র কোটি টাকার উৎপাদিত পণ্যের ক্ষতি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশে ভৈরবনগর থেকে মিঠাবাড়ীর ১ কিলোমিটার আঞ্চলিক রাস্তার কাজে ব্যবহৃত ইট, খোয়া, পাথর মিক্সচার করায় কালো ধোয়া ও মিশ্রিত পিচে পাটকেলঘাটার কাপাসডাঙ্গায় তুবা পাইপ এন্ড ফিটিং ইন্ডাষ্ট্রিজ এর জন্য প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, পাটকেলঘাটার ভৈরবনগর থেকে মিঠাবাড়ী অভিমূখের এল জি ইডির’র ১৬ লাখ টাকা বরাদ্দকৃত ১ কিঃ মিঃ রাস্তা সংস্কারসহ পিচের ঢালাইয়ের কাজের দায়িত্ব পায় সাতক্ষীরার প্রথম শ্রেণীর ঠিকাদার ইকবাল জোয়াদ্দার। গত ২৭ মার্চ রাস্তার কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের মৌখিক অনুমতি সাপেক্ষে তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাঃ এর সামনে পাথর, পিচ, খোয়া, বালু রাখলে তুবা পাইপের মালিক মীর শাহীন ঠিকাদারের লোকজনকে অনুরোধ করে সেখানে না রাখার জন্য। শাহীনের কথা না শুনে ২৮ তাং সকালে যশোরের মেসার্স এ-কে এন্টার প্রাইজ নামের মিক্সচার মেশিন দিয়ে বালু, সিমেন্ট,পাথর মিক্সড করার সময় বাতাসে কালো ধোয়া ও মিশ্রিত পিচ উড়ে তুবা পাইপ ফ্যাক্টরীর মধ্যের সদ্য উৎপাদিত প্রায় ১ কোটি টাকার পাইপে ধুলা বালু কালো পিচের স্পট পড়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে সড়ক ও জনপথ বিভাগের সুপারভাইজার মোঃ আব্দুল কাদের সরেজমিনে এসে মিক্সচার মেশিন ১০ হাত সামনে সরিয়ে নিয়ে কাজ করার শর্তে ঠিকাদার ও শাহীনের মধ্যে বিষয়টি আপোষ মিমাংসা করে দেয়। তার পরেও মিক্সচার মেশিন না সরিয়ে কাজ করতে থাকে। এসময় বাধ্য হয়ে তুবা পাইপ ফ্যাক্টরী বন্ধ করে দিতে বাধ্য হয় মালিক শাহিন।

বিষয়ে তুবা পাইপ এন্ড ফিটিং ইন্ডাঃ এর মালিক মীর শাহীন জানান, তুবা পাইপ ফ্যাক্টরী থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে মিঠাবাড়ী ভৈরবনগর রাস্তার কাজ চলছে ফ্যাক্টরীর সামনে এসব রেখে আমার ক্ষতি করার উদ্দেশ্যের কারন কি? আমার ফ্যাক্টরীতে নিয়োজিত ৬৫জন কর্মচারীর ৩দিন কাজ বন্ধ। আমার অর্ডারকৃত পাইপের প্রায় ৯০ ভাগ স্পট পড়ে গেছে যেগুলো বিক্রির অযোগ্য। সরকারী সকল নিয়ম নীতি মেনে আমিও এখানে ফ্যাক্টরী করেছি। প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ফ্যাক্টরী বন্ধ রয়েছে।

অপর দিকে রাস্তার কাজের ঠিকাদার ইকবাল জোয়াদ্দার বলেন, সরকারী ও জনগুরুত্বপূর্ণ কাজ করায় তুবা পাইপ ফ্যাক্টরীর মালিক মীর শাহীন বাধা প্রদান করেন। ভৈরবনগর থেকে মিঠাবাড়ীর ১ কিঃ মিঃ রাস্তার পিচের কাজের জন্য পিচ মিক্সড করার জন্য পার্শ্ববর্র্তি তেমন কোন জায়গা না পাওয়ায় সড়ক ও জনপথ বিভাগের এসও, এসডি, উপজেলা ইঞ্জিনিয়ারের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে ওখানে মিক্সচার মেশিন দিয়ে মিক্সড করে রাস্তার কাজ শেষ নামানো হয়েছে। এটা সরকারী কাজ ও উন্নয়ন মূলক কাজ এখানে ফ্যাক্টরীর কোন মালামালের ক্ষতি হবে এটা আমাদের কাম্য নয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা