মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাপাহারে সারা বছরের খোরাকে প্রকৃতির হানা!হতাশায় শতাধীক পান চাষী

নওগাঁর সাপাহারে প্রকৃতির কাছে উপজেলায় প্রায় ৫শতাধীক পান চাষীর ১৮হেক্টর জমিতে লাগানো পান বোরজের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সরেজমিনে ওই এলাকার পান বোরজে গিয়ে দেখে যায় পানে পাতা ঝরে পড়া,লতা ও পাতা পচা রোগে আক্রান্তের লক্ষন দেখা গেছে। অধিকাংশ বোরজে পচন ও চিটা রোগে সম্পূর্ন পান হলুদ বর্ণ ধারন করে পান পাতাগুলি পচে গাছ হতে ঝরে পড়ছে ।এবছর প্রচন্ড শীত ও ঘন গাড় কুয়াশায় প্রয়োজনীয় রোদ না পেয়ে পান চাষীদের বোরজের পানে পচন ধরলে কোন মতেই তা রোধ করতে না পেরে প্রতিটি বোরজ এখন পান শুন্য হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। যে বোরজ মালিক সপ্তাহে কয়েক হাজার টাকার পান বিক্রি করত সে বোরজ মালিক এখন পান বিক্রি করা তো দুরের কথা পান বোরজ বাঁচানোর জন্য মহাজনী ঋন নিয়ে পান বাঁচানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

ওই এলাকার অধিকাংশ পান চাষীর আবাদি কোন জমি নেই পান চাষের উপর নির্ভর করে সারা বছরের সংসার খরচ চলে। বর্তমানে পান চাষীরা পান বোরজের অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছেন। পান চাষীদের মতে আরো এক সপ্তাহ আবহাওয়ার কোন পরিবর্তন না ঘটলে এবছর পান চাষের আশা ছেড়ে দিতে হবে এবং বোরজের সম্পূর্ন পান নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ গ্রামের ষাটোর্ধ আছির উদ্দীন এর সাথে কথা হলে তিনি জানান, আমার ধান চাষের কোন জমি জমা নেই শুধু এক খন্ড পান বোরজ রয়েছে এই দিয়েই সারা বছর আমার সংসার চলে। প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বোরজের সব পান নষ্ট হয়ে গেছে এ বছর কি দিয়ে সংসার খরচ চালাব সে চিন্তায় এখন সব সময় মাথা ঘুরছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, কৃষকের পানের অবস্থা জানতে পেরে তিনি ওই এলাকায় কৃষককে সচেতন করার জন্য তার কর্মী বাহিনীদের পাঠিয়েছেন তারা এখন প্রতিটি বোরজ মালিকদের এ বিপদ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে, পলিথিন দিয়ে বোরজ ঢেকে রাখার পরামর্শ দিয়ে চলেছেন।
কৃষি কর্মকর্তা, পানচাষী সহ এলাকার অভিজ্ঞ মহল এ বারের বৈরী আবহাওয়াকেই এর জন্য দায়ী করেছেন তবে দু’এক দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হয়ে রোদের তাপ ছড়ালে অতি দ্রুত পান চাষেও পরিবর্তন ঘটবে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। হঠাৎ করে এবছর বোরজে পান পচন রোগ ধরায় পানচাষীরা এখন দারুন হতাশায় ভুগছে।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত