সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিক্ষা, শান্তি, প্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। জেলা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসেস রিফাত আমিন এমপি। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে ছাত্রলীগের নেতা-কর্মীদের। ‘ধনসম্পদ, টাকাপয়সা, বাড়ি-গাড়ি কিছুই থাকে না, থাকে কেবল বিদ্যা। এই বিদ্যাই দেবে সব পথ খুলে। রাজনীতি ভোগের বিষয় নয়। ‘মনে রাখতে হবে ক্ষমতা শুধু ভোগ করা নয়, দেশকে যেন কিছু দিতে পারি, দেশের মানুষকে যেন কিছু দিতে পারি; সেটাই সব সময় চিন্তা থাকবে। মাদকাসক্তি শারীরিক, মানসিক ক্ষতি করে, ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেয়। এটি মৃত্যুর মুখে ঠেলে দেয়। সুতরাং অকালে যেন কেউ মৃত্যুর মুখে ঝরে না পড়ে, সেদিকে তোমরা অবশ্যই নজর দেবে এবং নেতা হিসেবে এটা তোমাদের দায়িত্ব। ব্যক্তিজীবনে সাশ্রয়ী, মিতব্যয়ী ও সৎ থাকতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।’

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, উপ-দপ্তর সম্পাদক জে.এম ফাত্তাহ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম লাল্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, সাবেক সভাপতি শেখ জুয়েল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি এপিপি এড. তামিম আহম্মেদ সোহাগ, শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ সাহবাজ খান,সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব লিমন, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলীসহ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত