বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় জামায়াতের কমিটি গঠন, আতঙ্কে সাধারন মানুষ!

সাতক্ষীরার তালা উপজেলার সাহাপুরে মাহফিলের আড়ালে জেলা জামায়াতের কমিটি গঠন করা হয়েছে।

জেলার দুই শীর্ষ গোয়েন্দা সংস্থা প্রায় ১৮ দিন পর ঘটনাটি নিশ্চিত করেছেন।

মাহফিলের আড়ালে জেলা জামায়াতে কমিটি গঠন হওয়ায় জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। তাহলে কি জামায়াত আবার নতুন করে জেলায় সংগঠিত হচ্ছে? বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে তারা কি আবার মাঠে নামছে? -এমনি সব প্রশ্ন সাধারন মানুষের মনে ঘুরপাক ঘাচ্ছে বিধায় তারা আতঙ্কে আছেন আবার না ১৩সালের প্রেক্ষাপট দেখতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, গত পয়লা ফেব্রুয়ারি তালা উপজেলার দক্ষিণ সাহাপুর জামে মসজিদের আয়োজনে ইসলামি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আড়ালে জেলার সাতটি উপজেলার জামাতের আমির ও সাধারণ সম্পাদক ছাড়াও জেলা জামায়াতের উর্দ্ধতন নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উল্লেখ যোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের রোকন হাফেজ রবিউল বাসার, সাবেক সেক্রেটারি নুরল হুদা, মাও. গফফার ও রফিকুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি, পৌর শিবিরের সভাপতিসহ ৩০-৩৫ জন জামাতের নেতাকর্মী।
সূত্র জানায়, ওই গোপন সম্মেলনে জামাতের জেলা কমিটি গঠন করা হয়। সূত্রটি আরো জানায়, জেলা জামাতের রোকন রয়েছে ২হাজার ৩০০জন। জামাতের কর্মী রয়েছে প্রায় ১৩ হাজার। ওই সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ রবিউল বাসারকে জেলা আমির ও নুরুল হুদাকে সেক্রেটারি করে জেলা জামায়াতে কমিটি ঘোষণা করা হয় বলে দাবি করা হচ্ছে।

জামাতের সম্মেলনের মাধ্যমে জেলা জামাতের কমিটি গঠনের বিষয়টি সরকারের দুটি গোয়েন্দা সংস্থা ডিবি ও ডিএসবি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, জামায়াত এতদিন জেলায় চুপসে ছিল তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা সবসময় শান্ত জেলাকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত হওয়ার পায়তারা করছে। তারা আড়ালে যতই সংগঠিত হওয়ার চেষ্টা করুক না কেন আওয়ামীলীগ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে দমন করা হবে।

পুলিশ সুপার মো. আলতাফ হোসেন কয়েকটি সংবাদ মাধ্যমকে জানান, তিনি গত কয়েক দিন ধরে এ ধরনের একটি তথ্য জানতে পেরেছেন। খোঁজ খবর নেওয়ার পর তিনি নিশ্চিত হয়েছেন। ঘটনাটি নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতাকারিরা যাতে করে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য পুলিশ প্রয়োজনে আরও কঠোর হবে। নাশকতাকারিদের কোন রকম ছাড় দেওয়া হবে না।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে