রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় আত্মসমর্পন করে কারাগারে সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার বিজ্ঞ আদালতে আত্মসমর্পপন করলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

রবিবার (৭অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা যুগ্ম জজ আদালত-২ এ আত্মসমর্পন করে তিনি জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী জামিন নামঞ্জুর করে হাবিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পৃথক ৪টি মামলায় আত্মসমর্পন করেন তিনি। এর মধ্যে একটিতে জামিন পেলেও অপর ৩টি মামলা জামিন না-মঞ্জুর হওয়ায় কারাগারে প্রেরণের আদেশ দেন বিজ্ঞ আদালত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান- ‘তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যা, বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির মামলায় হাবিবুল ইসলাম হাবিব আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা না’মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এর আগে সকালে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনে পৌছে আত্মসমর্পন ও জামিনের কাগজপত্রের আনুষঙ্গিকতা সম্পন্ন করে বিজ্ঞ আদালতে যান তিনি। এডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট মিজানুর রহমান পিন্টুসহ বিএনপিপন্থি আইনজীবীরা সাবেক এমপি হাবিবের জামিন শুনানীতে অংশ নেন।

এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। অনেকটা গোপনীয়ভাবে আত্মসমর্পন করতে গেলেও মুহুর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ায় কলারোয়া ও তালা উপজেলাসহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী আদালতে চত্বরে পৌছান। কয়েক বছর পর হাবিবুল ইসলাম হাবিবকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে বিভিন্ন স্লোগান দেন। সেসময় অতিরিক্ত পুলিশের অবস্থানও চোখে পড়ে। পুলিশি তৎপরতায় নেতাকর্মীরা আদালত এলাকার বিভিন্ন স্পটে অবস্থান নেন।

উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিবের নামে কয়েকটি মামলা আছে। ফলে তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তিনি বিএনপির একমাত্র প্রার্থী এবং তাঁর মনোনয়নও অনেকটা নিশ্চিত বলে বিএনপি সূত্র জানায়।
স্বাভাবিক ভাবেই আসন্ন নির্বাচনে নিজের অংশগ্রহন নির্বিঘ্ন রাখতে তিনি আত্মসমর্পন করলেন। অচিরেই নিন্ম আদালত কিংবা উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্ত হবেন বলে আশা করছেন দলটির নেতারা।

আত্মসমর্পন ও জামিন প্রক্রিয়ার মাধ্যমে আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহন ও সাতক্ষীরা-১ আসনে হাবিবুল ইসলাম হাবিবের প্রার্থীতার বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কিছু ছবি :

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে