রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

একাদশ সংসদ নির্বাচন

সাতক্ষীরার চারটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের জন্য চারটি আসনে ৩৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত একাধিক প্রার্থী মূল মনোনয়নপত্র সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও ডিসি এসএম মোস্তফা কামালের কাছে জমা দেয়ার পাশাপাশি মনোনয়নপত্রের অনুলিপি সহকারী রিটার্নিং অফিসারের কাছেও জমা দেন।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে ১৪জন, সাতক্ষীরা-২ আসনে ১১জন, সাতক্ষীরা-৩ আসনে ৪জন এবং সাতক্ষীরা-৪ আসনে ৯জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান- ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন লটারির মাধ্যমে সাতক্ষীরা-২ আসনে (ইভিএম) EVM পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। আজ (বুধবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সাতক্ষীরা জেলায় সর্বমোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।’
নির্বাচনী আচরণবিধির পূর্ণাঙ্গ প্রতিপালন এর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ মনোনয়নপত্র দাখিল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল।

বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্যের মধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) :
এই আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৪জন প্রার্থী হলেন- বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ও তাঁর স্ত্রী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, ১৪দলের শরিক ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, আ.লীগের নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বিএম নজরুল ইসলাম, এসএম মুজিবুর রহমান (সরদার মুজিব), শেখ নুরুল ইসলাম ও বিশ্বজিৎ সাধু, জাসদের শেখ ওবায়দুস সুলতান বাবলু, ন্যাপের হায়দার আলী শান্ত, ন্যানশাল পিপলস পার্টির আব্দুর রশিদ, গণতান্ত্রিক জোটের আজিজুর রহমান এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এসএম আসাদুল হক।
তবে সকল জল্পনা-কল্পনার পর এই আসনে জামায়াতের কোন প্রার্থী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন নি।

সাতক্ষীরা-২ (সদর) :
এই আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি এমপি, বিএনপির জেলা সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সহ.সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা সভাপতি শেখ আজহার হোসেন, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, বাম গণতান্ত্রিক জোটের নিত্যানন্দ সরকারসহ ১১জন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) :
এই আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, বিএনপি দলীয় প্রার্থী ড্যাব নেতা ডা. শহিদুল আলম, জামায়াতের হাফেজ রবিউল বাশারসহ ৪জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) :
এই আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী জগলুল হায়দার এমপি, জামায়াতের গাজী নজরুল ইসলাম, জাতীয়পার্টির সাত্তার মোড়ল, বিকল্পধারার এইচএম গোলাম রেজাসহ ৯জন।

সাতক্ষীরা রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে