মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শ্যামনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় দুইজন গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর চিংড়ী ঘের ব্যবসায়ী আছাদুর রহমানের খুনের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

শনিবার বিকালে শ্যামনগর উপজেলা নুরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে লিটন (২৩) ও তার সহযোগি যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ওরফে (২৬) সুমনকে ঐ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়।

প্রাথমিক ভাবে লিটন ঐ হত্যা কান্ডে জড়িত থাকার কথা পুলিশের নিকট স্বীকার করেছে।

নিহত আছাদুর রহমান পাশ্ববর্তী কালিগঞ্জ উপজেলার রতুনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের পুত্র। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা করবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য,শুক্রবার রাত ৮টার দিকে নুরনগর বাজার সংলগ্ন দেওড়া বাড়ী এলাকায় নিজ মৎস্য খামারে যাওয়ার পথে ছিনতাইকারীরা ব্যবসায়ী আছাদুর রহমান (২৮) কে খুন করে। রাত ৮টার দিকে নুরনগর বাজার সংযোগ সড়কের উপর আসাদুলের রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে নিকটস্থ আইয়ুব হোসেনের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিহত আছাদুরের গলা ও কোমরের নিচে গভীর ক্ষতের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে হত্যা কান্ডের পর পরই শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী ঘটনাস্থলে যেয়ে হত্যা কান্ডের তদন্ত শুরু করে।

এছাড়া রাতে সন্দেহ ভাজন কয়েক জায়গায় অভিজানও পরিচালনা করেন। তার নেতৃত্বে এস আই আকরাম হোসেন, এস আই শংকর, এ এস আই তরিকুল ইসলাম একাধিক টিম নিয়ে রাত থেকে মাঠে অবস্থা নেয়।
একপর্যায়ে শনিবার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন চুনোখালী বিলে একটি ঘেরের বাসা থেকে তাদের দু’জনকে আটক করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান- হত্যাকান্ডের পর থেকে পুলিশ মাঠে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নিহতের পিতা বাদী হয়ে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়ে তিনি বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা হত্যাকান্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে। তবে এ হত্যাকান্ডের নেপথ্য কেবলই ছিনতাই না এর ভিতরে আর কোন রহস্য রয়েছে তাও দ্রুত সময়ের মধ্যে উদঘাটনে পুলিশ আন্তরিক। নূরনগর বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন, আজিজুর ও পথচারী সফিকুলসহ অন্যরা জানিয়েছে লিটন এলাকার উচ্ছৃঙ্খল যুবক হিসেবে ব্যাপক পরিচিত। সে প্রায় বহিরাগত অপরাধীদের নিয়ে নুরনগর বাজার সহ আশে পাশে এলাকায় চুরি ছিনতাই সহ নানান অপকর্ম করে আসছে। এসব স্থানীয়রা আরও জানায় শুক্রবার সন্ধ্যার কিছু আগেও লিটন ও তার দুই সহযোগি সিরাজপুর গ্রামে এক তরুনকে মারধর করার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের নিবৃত্ত করে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগর থেকে অস্ত্র গুলি উদ্ধার ॥ আটক-১
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • শ্যামনগরের গাবুরায় ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ১৪ জেলে অপহরণ!
  • শ্যামনগরে যুবলীগের অনুষ্ঠান শেষে ফেরার সড়ক দূর্ঘটনায় কর্মী নিহত, আহত ২
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার