শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শ্যামনগরের সরকারি বই কালিগঞ্জে ভাংড়ীতে বিক্রি!

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারে সরকারি সাড়ে ৩টন বই বিক্রি করার সময় নুরুজ্জামানের নামের এক ভাংড়ী ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। ঘটনাটি ঘটে মঙ্গলবার(১১ জুন) রাত ১০টার দিকে।

স্থানীয় রুহুল আমিন, শেখ লাভলু ও ফয়সাল হোসেন বিদ্যুৎ সহ অনেকে বলেন, রাত ৮ টার দিকে শ্যামনগর উপজেলার ভাংড়ি ব্যবসায়ী নুরুজ্জামান মৌতলা বাসষ্টান্ডে অবস্থিত বিশ্বজিতের ভাংড়ি দোকানে প্রায় সাড়ে ৩টনের মত মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির ২০১৯ ও ২০১৬ সালের বই বিক্রি করতে আসে। সরকারি বই দেখে স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানভর্তি বইসহ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি বই কোথায় পেয়েছে জানতে চাইলে ভাংড়ি ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, শ্যামনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বই গুলো কিনেছি। পরবর্তীতে সংবাদ পেয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়।

এবিষয়ে মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাংড়ি ব্যবসায়ী নুরুজ্জামান বই বিক্রি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। ওই ব্যবসায়ীর কাছে জানতে চাইলে সে জানায়, বই গুলি শ্যামনগর উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কাছ থেকে কিনেছে।

এদিকে বুধবার সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন মৌতলা ইউনিয়ন পরিষদে এসে বই গুলি পরিদর্শন করেন। বইগুলোর মধ্যে ২০১৪ সাল থেকে-২০১৯ সালের বিভিন্ন শ্রেণীর বই আছে বলে তিনি নিশ্চিত করেন।

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন বলেন, নিয়ম অনুযায়ী সরকারি পুরাতন বই বিক্রি করা হয়েছে। কিন্তু ওই সময় ব্যবসায়ী নুরুজ্জামানের কাছে কোন কাগজ পত্র না থাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে বই গুলো রাখা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে কাগজপত্র দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বই গুলি নিয়ে যায়।
তিনি আরও বলেন- ৩ খানা ৬ষ্ঠ শ্রেণির ২০১৯ সালের বই ভুলে চলে গিয়েছিল।

এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, গত কয়েক দিন আগের একটি সভায় ২০১৫ সালের আগের পুরাতন বই বিক্রির বিষয় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালের বই বিক্রি করেছে এবিষয় মাধ্যমিক শিক্ষা অফিসার বুঝবে সেটা তার ব্যাপার।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আতাউল হক দোলন জানান, তিনি নিজে ঘটনাস্থলে যেয়ে বই গুলি পরিদর্শন করেছেন। তিনি যেয়ে দেখেন- সেখানে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত বই বিক্রি করেছে উপজেলা শিক্ষা অফিসার নিয়ম বহির্ভূত ভাবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ