মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শ্যামনগরের ফরিদা পারভীন কৃষি ক্ষেত্রে গ্রামীণ নারীর মডেল হিসেবে খ্যাতি অর্জন

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের ফরিদা পারভীন কৃষি ক্ষেত্রে গ্রামীণ নারীর মডেল। বসত ভিটায় ৪৫ প্রকার সবজি চাষ ও মাছ চাষ করছেন ফরিদা পারভীন।

ইতিহাস বলে খাদ্য নিরাপত্তায় নারীর অবদান বেশী। নারীরা প্রকৃতি থেকে বিভিন্ন ফলজ, বনজ, শাক, সবজি বীজ ও জ্বালানী সংগ্রহ করে পারিবারিক খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বেশী ভূমিকা রাখে। এফ,টি ফরিদা পারভীন মৌসুম ভিত্তিক জৈব পদ্ধতিতে বিভিন্ন প্রকার শাক, সবজি বীজ সংরক্ষন, সম্প্রসারন ও পারিবারিক খাদ্য নিরাপত্তায় দিনের পর দিন ভূমিকা রেখে চলেছেন।

২ বিঘা জমিতে স্বামী কবিরাজ জাহাঙ্গীর আলম সহায়তায় নিজ জমিতে উৎপাদন করছেন ৪৫ প্রকার শাক। সবজি চাষ করে মাসিক ১০/১৫ হাজার টাকা আয় করেন ফরিদা। তার ভিটার এক পাশে মিষ্টি পানির পুকুর ও জলাশয়ে দেশীয় কৈ, শৈল, শিং, মাগুর, টেংরা, টাকি, তোড়া, চেলা, পুঁটি, মায়া জাতীয় ৪০ প্রকার মাছ রয়েছে। জলাশয়ের উপরে মাচায় হরেক প্রজাতির করেলা, লাউ, শিম, কুশি, মিষ্টি কুমড়া ইত্যাদি এবং খামারের সাইড দিয়ে আছে আম, কুল, আমড়া, বেল, লেবু, নারিকেল, কাঁঠাল, তেঁতুল, বেদানা ৪০ প্রকার ফল।আলু জাতীয় আছে চুবড়ি আলু, খোটা আলু, চাষি আলু, মিষ্টি আলু, শাক আলু, হরিনপালা, ছোবড়া আলু, ইত্যাদি ৯ প্রকার।শবরী কলা, পানরাজ ঠটে, চাঁপাশবরী, কাঁচ কলা ইত্যাদি ১০ প্রকারঝাল আছে। কামরাঙ্গা, বুলেট, জিয়াঝাল, বিলাতিঝাল, সাদাঝাল ৭ প্রকার। দারু চিনি, তেজপাতা, হলুদ, আদা এলাজ ও ধনে। ২৮ প্রকার যেমন- আদাবরুন, থানকুনি, বেতোশাক, কালকচু, ঘুমশাক, হেলেঞ্চা, উটুনি, তেলাকুচি, কাঁটানটে, কাঁথাশাক, কলমি ইত্যাদি শাক। বাগানের কিছু কিছু জায়গায় রঙ্গিন ফুল লাগানো আছে ফসলের ক্ষতিকর পোকা মাকড় দমন করার জন্য। পোকা দমনের জন্য মাঝে মাঝে ফেরামন ফাঁদ ব্যবহার করা হয়েছে। ফার্মার টিচার(এফ.টি) ফরিদা পারভীন ৩৩ শতক জমি লিজ নিয়ে সেখানে ৮৬ প্রকার স্থানীয় জাতের ধান চাষ করছেন। পাইনাট, তিলেক কুচি, হামাই, চিনিকানি, দারশাইল, ইঞ্চি, কালোজিরা,নারকোল মুছি, সাহেবকচি, লালগেতী, ময়নামতি, খেঁজুরছড়ি ইত্যাদি ধান ফরিদা পারভীন গড়ে তুলেছেন কৃষি নারী সংগঠন।খামারের উৎপাদিত বীজ ২০০৩ সাল থেকে হত দরিদ্র কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে বিতরণ ও প্রশিক্ষণ।

সাজানো গুছানো খামারটি বিভিন্ন সময়ে পরিদর্শন করেন এমপি এসএমজগলুল হায়দার, সাবেক এমপি এইচএমগোলাম রেজা, শ্যামনগর সদর চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার (পি.পি) প্রমূখ।

সরকারি কর্মকর্তা সাবেক সাতক্ষীরা জেলা প্রশাসক ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সোলায়মান আলী, মোঃ আব্দুল মান্নান অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোর, সাবেক ইউএনও দৌলতুজ্জামান খাঁন, সাবেক ইউএনও হাবিবুর রহমান, সাবেক ইউএনও, আবু সায়েদ মোঃ মনজুর আলম, সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, সাবেক সামাজিক বন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি অফিসার মোঃ আলি হোসেন বাগানটি পরিদর্শন করেন।

সাংবাদিক বৃন্দ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালমাটিয়া মহিলা কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাগানটি দেখে মুগ্ধ হন।

বিভিন্ন এনজিও সংস্থা ও প্রতিদিন বিভিন্ন অঞ্চলের মানুষেরা ফরিদা পারভীনের কর্মককান্ড দেখতে আসে।

সম্প্রতি ফরিদা পারভীন জাতীয় পর্যায়ে প্রধাণমন্রী শেখ হাসিনা ও কৃষি মন্রী মতিয়া চৌধুরীর নিকট থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন।

শ্যামনগরে কৃষি ক্ষেত্রে ফরিদা পারভীন মডেল হিসেবে খ্যাতি লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগর থেকে অস্ত্র গুলি উদ্ধার ॥ আটক-১
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • শ্যামনগরের গাবুরায় ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ১৪ জেলে অপহরণ!
  • শ্যামনগরে যুবলীগের অনুষ্ঠান শেষে ফেরার সড়ক দূর্ঘটনায় কর্মী নিহত, আহত ২
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার