সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘শ্বেত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ’ নিষিদ্ধ করছে ফেইসবুক

ফেইসবুক ও ইনস্টাগ্রামে ‘শ্বেত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদকে’ উসকে দেয়, এরকম সব পোস্ট আগামী সপ্তাহ থেকে আটকে দেওয়া হবে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের পেইজ চিহ্নিত করা এবং তাদের কনটেন্ট আটকানোর ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়াতেও ফেইসবুক কর্তৃপক্ষ কাজ করার কথা জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোনো ব্যবহারকারী ফেইসবুকের সার্চ অপশনে শ্বেত শ্রেষ্ঠত্ববাদীতার সঙ্গে সম্পর্কিত কনটেন্টের খোঁজ করলে তাকে ‘লাইফ অফটার হেট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পেইজে নিয়ে যাওয়া হবে, যারা ডান-চরমপন্থার বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করছে।

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার দৃশ্য হামলাকারী ফেইসবুকে সরাসরি সম্প্রচার করার পর থেকে সামাজিক যোগাযোগের এই প্রভাবশালী মাধ্যমটি চাপে আছে।

শ্বেত জাতীয়তাবাদী অনেক বিষয়বস্তুকে ফেইসবুক আগে ‘বর্ণবাদী’ হিসেবে বিবেচনা করত না। ব্যবহারকারীরা শ্বেতাঙ্গদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানালে, সেটাও ফেইসবুক আটকাতো ন।

এ বিষয়ে ফেইসবুকের ভাষ্য ছিল, শ্বেত জাতীয়তাবাদের প্রচারকেও তারা মত প্রকাশের একটি ধরন বিবেচনা করত। যেমনটা তারা মনে করত ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ বা বাস্ক বিচ্ছিন্নতাবাদের মতবাদ প্রচারের ক্ষেত্রে। ফেইসবুকের ভাষায়, এ বিষয়গুলো মানুষের আত্মপরিচয়ের ‘গুরুত্বপূর্ণ অনুসঙ্গ’।

কিন্তু বুধবার এক ব্লগ পোস্টে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিক সমাজের প্রতিনিধি ও তাত্ত্বিকদের সঙ্গে তিন মাস ধরে পরামর্শ করে তারা বুঝেছে, শ্বেত জাতীয়তাবাদকে শ্বেত শ্রেষ্ঠত্ববাদ ও সংগঠিত বর্ণবাদ থেকে স্পষ্টভাবে আলাদা করা সম্ভব নয়।

চলতি মাসের প্রথমদিকে নিউ জিল্যান্ডে ওই সন্ত্রাসী হামলার পর বেশ কয়েকজন বিশ্ব নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে তাদের প্লাটফর্মে পোস্ট করা চরমপন্থি উপাদানের বিষয়ে আরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন বলেছিলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রকাশক, শুধুমাত্র ডাক পিয়ন না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উপদানের শেয়ার দেয়া হচ্ছে তার দায়দায়িত্বের প্রসঙ্গে একথা বলেছিলেন তিনি।

এর আগে ফেইসবুক জানিয়েছিল, তারা ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে চার হাজারেরও বেশি ব্যবহারকারী সেটি দেখেছিল।

কোম্পানিটি জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে তারা এই ভিডিওটির ১২ লাখ কপি আপলোড করার সময় ব্লক করেছে এবং আরও তিন লাখ কপি মুছে দিয়েছে।

তাদের প্লাটফর্মে ওই সন্ত্রাসী হামলার ফুটেজ পোস্টের অনুমোদনের জন্য ফেইসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী।

এই ভিডিওটির শেয়ারিং করা বন্ধের জন্য অন্যান্য সামাজিক যোগাযোগ প্রযুক্তি কোম্পানিগুলোও পদক্ষেপ নিয়েছে। তাদের ফোরামে এই হামলার ভিডিওটি শেয়ার করার পর আলোচনা ফোরাম ‘ওয়াচপিপলডাই’ বন্ধ করে দিয়েছে রেডিট।

স্টিম গেইমিং নেটওয়ার্ক পরিচালনা করা ভাল্বও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!