মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন

শেষ মুহুর্তের হিসেব-নিকাষে সমানতালে এগিয়ে দুই প্রার্থী, ফ্যাক্টর হতে পারে বিএনপি-জামায়াতের ভোট

শেষ মুহুর্তে ভোটের ইমেজে টানটান উত্তেজনা আর নেতাদের পাল্টাপাল্টি আক্রমনাত্মক বক্তব্যে জমে উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। ৬মার্চ সোমবার এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নানান হিসাব-নিকাষ, তোড়জোর আর বিরামহীন গণসংযোগ প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন দুই প্রার্থী ও তাদের সমর্থকরা।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো উপজেলা পরিষদের এ উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী দলটির জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন। উড়োজাহাজ প্রতীক নিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি একই দলের অন্যতম অঙ্গ সংগঠন উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা।

শেষ মুহুর্তের চুলচেরা হিসাব-নিকাষে দুই প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতার চেয়ে বড় হয়ে দাড়িয়েছে উপজেলা আ.লীগের গ্রুপিং-এর বিষয়টি। অনেকে বলছেন, ‘মূলত: ভোট হবে স্বপন বনাম লাল্টুর মধ্যে’। কেননা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বাধীন গ্রুপের আরাফাত হোসেন এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পদত্যাগকারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বাধীন গ্রুপের কাজী সাহাজাদা প্রার্থী হয়েছেন। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই উঠেপড়ে লেগে পড়েছেন তাদের গ্রুপের প্রার্থীকে বিজয়ী করতে। গণসংযোগ, পথসভা, শো-ডাউনসহ নির্বাচনী সকল প্রক্রিয়ায় পিছিয়ে নেই দুই প্রার্থী-ই। সেখানে ‘এন্টি স্বপন’ ও ‘এন্টি লাল্টু’র বিষয়টিও অনেকের মুখে চলে আসছে। বিভিন্ন সূত্র ও বিভিন্ন এলাকার জনমানুষের ভাষ্য থেকে এমনটা-ই উঠে এসেছে।

বিএনপি-জামায়াতের কোন প্রার্থী না থাকায় হিসাব-নিকাষটা আরো হিসাব করতে হচ্ছে সূক্ষ্মভাবে। ফ্যাক্টর মূলত: তারাই। তারা ‘ভোট কেন্দ্রে যেতে পারলে’ বা ‘ভোট দিতে গেলে’ ভোটের ফলাফলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। বিএনপি সমর্থকদের সিংহভাগ ভোট ও জামায়াতের প্রায় পুরো ভোট ‘নৌকা ব্যতিত’ হবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো লাভবান হবে উড়োজাহাজ প্রতীক। সেইসাথে যোগ হতে পারে আ.লীগের লাল্টু গ্রুপের ভোট। -উপজেলার সাধারণ ভোটার ও নির্বাচন-রাজনীতি বিষয়ক সচেতন মহলরা এমনটাই মনে করছেন।

তবে আরাফাত হোসেন ব্যক্তিগত ইমেজে আ.লীগ ঘরনার ভোট ছাড়াও ভাসমান ভোট পেতে পারেন। এছাড়া পৌরসভা এলাকাসহ উপজেলার অন্যান্য এলাকার ‘কন্ঠরপন্থি নয়’ অর্থাৎ ‘উদার মানসিকতা’র বিএনপি-জামায়াতের অনেক ভোট পেতে পারেন তিনি, তবে জামায়াতের চেয়ে বিএনপি সমর্থকরদের ভোট এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনটা হলে আরাফাত হোসেন অনেকটা এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

ভোটের হিসেব-নিকাষের সাথে যোগ হচ্ছে উপজেলা আ.লীগের দুই গ্রুপের কর্ণধরদের পাল্টাপাল্টি আক্রমনাত্মক বক্তব্য। উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভাতে সরাসরি আক্রমনাত্মক ও বিষেদগারমূলক বক্তব্য রাখতে পিছু ছাড়েননি কিছু নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে ‘প্ররোচিত হয়ে’ কিংবা ‘অনুপ্রাণিত হয়ে’ ভোটের ক্যালকুলেশনও পরিবর্তন হতে পারে।
নানান দিক থেকে টানটান উত্তেজনা, উৎকন্ঠা আর আশংকাও বিরাজ করছে অনেকের মনে। অনেক সাধারণ ভোটাররা ‘যেকোন ঝামেলা এড়াতে’ ‘গা বাচিঁয়ে’ চলছেন বলে উঠে এসেছে তাদের ভাষ্য থেকে।

এদিকে, পৌরসভা ও ১২টি ইউনিয়নের স্থানীয় বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধি ও বিগত পরাজিত জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দের পক্ষ-বিপক্ষের জনমতও ভোটের ক্যালকুলেশনে প্রভাব ফেলতে পারে। সেই মতধারায় দুই প্রার্থী সমানতালে এগিয়ে রয়েছেন।

সবমিলিয়ে জমে উঠেছে এ নির্বাচন। ভোটার ও ভোটগ্রহণের পাশাপাশি নির্বাচনের পরিবেশ, আইনশৃংখলা পরিস্থিতির উপর অনেককিছু নির্ভর করছে।

এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান- সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ ভোটগ্রহণে বদ্ধ পরিকর নির্বাচন সংশ্লিষ্টরা। সকল প্রস্তুতি সম্পন্ন। ১টি পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের ৬৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লাখ ৮২হাজার ২’শ ২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯হাজার ৭’শ ৯৬জন। আর মহিলা ভোটর ৯২হাজার ৪’শ ৩৩জন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে