বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শুল্ককর পরিশোধ করা পণ্য বিজিবি আটক করলে ধর্মঘটের ঘোষনা

বেনাপোলে আমদানিকৃত পণ্য আটকের নামে বিজিবি ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য বেনাপোল কাস্টমসে শুল্ককরাদি পরিশোধ শেষে খালাসের পর বিজিবি তা আটক করলে তাৎক্ষনিকভাবে অনির্দিস্টকালের ধর্মঘটের যাওয়ার ঘোষনা দিয়েছে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন।

বুধবার সন্ধায় বিজিবির হয়রানি বন্ধে সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশন, আমদানি রফতানি কারক সিমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোশিয়েশন, ও বন্দর শ্রমিক ইউনিয়ন এক জরুরি বৈঠকে বসে। শুল্ক কর পরিশোধকৃত পণ্য বিজিবি আটক করলে বিজিবির বিরুদ্ধে ধর্মঘট ডেকে বন্দর অচল করে দেওয়া হবে।

গত ২৪ মে মোস্তফা এন্ড ব্রাদার্স নামে ঢাকার এক আমদানি কারক ভারতে থেকে ৭১০ প্যাকেজ এসোটেড গুডস আমদানি করেন বেনাপোল বন্দর দিয়ে। যার বি/ই নাম্বার ২৯৭৮৭ তারিখ:Ñ ৩০/৪/১৮। পন্য চালানটি বন্দরে প্রবেশের পর কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী ২ টি দলে বিভক্ত করে পৃথক ভাবে মালামাল পরীক্ষা নিরীক্ষা করে মোট পণ্যের ওপর সাড়ে ৫ টন লোড দিয়ে অতিরিক্ত আরো ১ কোটি টাকার রাজস্ব আদায় করে। কমিশনার তার বিচারিক কাজ সম্পন্ন শেষে ১০ লাখ টাকা জড়িমানা আদায় করে ৬টি ট্রাকে করে পন্য চালানটি খালাশ নেই। কাস্টমস বিজিবি যৌথ বাশ কল অতিক্রমের সাথে সাথে ৬টি ট্রাকই আটক করে বিজিবি সদস্যরা।

পরে বেনাপোল বিজিবি ক্যাম্পে ৭ দিন আটকে রেখে মালামাল পুনরায় পরীক্ষা করে আবারও ২ টন মাল বেশী পাওয়া যায় বলে আমদানিকারককে জানিয়ে দেয়া হয়। আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনগুলো ট্রাস্ক ফোর্সের মাধ্যমে ট্রাকের পন্য পুনরায় তল্লাশীর আবেদনে যশোর থেকে একজন মেজিস্ট্রেটের নেতৃত্বে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে মেজিস্ট্রেট জানান একবার কমিশনার কর্তৃক বিচারিক কাজ সম্পন্ন হওয়ার পর আর একবার বিচার করা সম্ভব নয় বলে জানালে পন্য চালানটি বিজিবি ছেড়ে দেয়।

পরে বন্দর ব্যবহারকারীরা তাৎক্ষনিক সভায় সিদ্দান্ত নেই বিজিবি এককভাবে পন্যচালান আটক করলেই বেনাপোল বন্দরে তাৎক্ষনিক অনির্দিস্টকালের ধর্ম ঘটে যাওয়ার সিদ্দান্ত গ্রহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, সিনিয়ির সহ সভাপতি নুরুজ্জামান, আমদানি রফতানি কারক সমিতির সহ সভাপতি আমিনুল হক, ট্রান্সপোর্ট মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মোওালেব, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে বলা হয় বিজিবি কোন অবস্থাতেই বৈধ রুটের কোন মালামাল আটক করতে পারেনা। তাদের দায়িত্ব চোরাচালানী পন্য আটক করা। রজস্ব পরিশোধকৃত কোন পন্য বন্দর থেকে খালাশ গ্রহনের পর বিজিবি তা এককভাবে আটক করলেই তাৎক্ষনিকভাবে বেনাপোল বন্দরে অনির্দিস্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।

কাস্টমস এর ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, বিজিবি আইন লংঘন করে বৈধ রুটের পন্য আটক করছে। যা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। বিজিবির এ ধরনের কর্মকান্ডে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে গেছে। ফলে সরকারের রাজস্ব আয়ে ধ্বস নামতে শুরু করেছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুল হক জানান, প্রতিদিন ৪/৫’শ ট্রাক বন্দর থেকে খালাশ হলেও আমরা মাত্র সন্দেহজনক ৮/১০ টি ট্রাক আটক করে তল্লাশী করি। এটা কোন হয়রানির মধ্যে পড়ে না। তাছাড়া যে সব পন্য আমরা তল্লাশী করি তাতে কিছু না কিছু অনিয়ম পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা