আরো খবর...
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে কালিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
কালিগঞ্জে ২১ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সামনের রাস্তায় বে-সরকারী কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের এক দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও কাঠুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষ আবদুল ওহাব।
সাধারন সম্পাদক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড়, ভাড়াশিমলা কারবালা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, মৌতলা মাদ্রাসার সুপার মাওঃ মহাশিন আলী, সূরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষক বৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রদান করেন।
এসময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কালিগঞ্জের পল্লীতে প্রতিপক্ষের হামলায় দুই মহিলা আহত
কালিগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় জাড়িয়ে পূর্ব শত্রুতার জের ধরে আশরাফ গং- কৃর্তক দুই গৃহবধুকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি গত ১৯ জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভদ্রখালী গ্রামে ঘটেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানার এএসআই আবু জাফর ঘটনাস্থল গিয়ে আশরাফ আলীকে আটক করে নিয়ে আশে।
কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধিন শামছুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) ও মনিরুল ইসলামের স্ত্রী রওশানারা খাতুন (২২) জানান, আশরাফ আলী ও স্ত্রী আনজুয়ারা খাতুন সহ তাদের পরিবারের সদস্যদের সাথে বিরোধ ও আদালতে মামলা চলায় পরিকল্পিত ভাবে শিশু ও নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানী করে আসছে। এবং গত শনিবার সকালে বিচারাধীন জমিতে আনজুয়ারা ও তার সঙ্গপাঙ্গ ঘেরা বেড়া কেটে ক্ষতিগ্রস্থ করে। এসময় আমারা বাঁধা দেওয়ায় আমাদেরকে মারপিট করে।
এঘটনায় কালিগঞ্জ থানার এএসআই আবু জাফর ঘটনাস্থলে গিয়ে আশরাফ কে ধরে নিয়ে আসে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ব্যান্ড তারকা সোহাগের ভাটিয়াল ব্যান্ডের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী ,বিশিষ্ট ব্যান্ড তারকা শরিফুজ্জামান সোহাগ এর ভাটিয়াল ব্যান্ড এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কাজলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল সন্ধ্যায় উপজেলার কাজলা কাশিবাটি টাইগার ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ভাটিয়াল ব্যান্ডের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলার এডিসি (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, কালিগঞ্জ থানার এস আই কেরামত আলী, কাশিবাটি টাইগার ক্লাবের সভাপতি নাজিমউদ্দিন লেলিন প্রমুখ ।
অনুষ্ঠানে ব্যান্ড তারকা সোহাগ, চৈতালী সহ যশোর, খুলনা, সাতক্ষীরার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে বিপুল সংখ্যক দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন