মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শায় স্বার্থ কেন্দ্রীক কোন্দলে ৯ বছরে আ.লীগের ২৭ নেতাকর্মী খুন

সীমান্তের চোরাচালান ও হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে যশোরের শার্শা উপজেলায় গত ৯ বছরে আওয়ামীলীগের ৩৭ জন নেতাকর্মী খুন হয়েছেন। এর জের ধরে খুন হয়েছে তাদের চার সন্তান। এসব ব্যাপারে একটি মামলারও বিচার হয়নি।যাদের আসামী করা হয়েছে তারা সকলেই আ,লীগের নেতাকর্মী।আর যারা খুন হয়েছেন তারাও আ,লীগের নেতাকর্মী।

খুন হয়েছেন আওয়ামীলীগের ১ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১ জন সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা-কর্মী ৯ জন, কৃষক লীগের ১ জন, সাংবাদিকসহ যুবলীগের ১৪ জন এবং ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মী রয়েছেন খুনের তালিকায়।
এসব ঘটনায় শার্শা থানায় ২৭টি ও বেনাপোল বন্দর থানায় ১৪টি মামলা হয়। পুলিশ জানায়, ৪১টি মামলায় অন্তত ২৫০ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।আসামিরা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় সকলেই তারা দাপিয়ে রাজনিতী করছেন। ২০০৯ সালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু খুন হয়। মামলার প্রধান আসামি করা হয় ইলিয়াস কবির বকুলকে। খোজ নিয়ে জানাযায় তিনি ঘটনার সাথে জড়িত ছিলেন না। তাকে ফাসাতে এই মামলা দেয়া হয়। ২০১৩ সালে ইলিয়াস কবির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখন তিনি বাগআঁচড়ার চেয়ারম্যান। বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা ইবাদুল হত্যায় রাজনৈতিক কারনে জড়ানো হয় অনেককে।তারা সকলেই রাজনিতিক। জুলফিকার বেনাপোল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ওয়াহিদুজ্জামান যশোর জেলা পরিষদের সদস্য এবং মাহতাব বেনাপোল মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।

বেনাপোলের আওয়ামী লীগের কর্মী আবদুস সামাদ হত্যা মামলার আসামি আমিরুল ইসলাম স্থানীয় কাগজপুকুর বাজার কমিটির সাধারণ সম্পাদক।
পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক হত্যা মামলার আসামী সিরাজুল ইসলাম পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক । মামলায় প্রমান নাপাওয়ায় অভিযোগপত্র থেকে পুলিশ সিরাজুলকে বাদ দিয়ে দিয়েদেয়।
জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলাদলির কারণে আমাকে আসামি করা হয়েছিল । তবে আমার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় বেনাপোল থানার পুলিশ আমাকে অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে।’

২০১৫ সালে যুবলীগের কর্মী তোজাম্মেল হোসেন ওরফে তুজামকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা মামলায় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিমকে ষড়যন্ত্রমুলক ভাবে প্রবধান আসামী করা হয়।

২০০৯ সালের ১০ মার্চ রাতে শার্শার বাগআঁচড়া বাজারে বাড়ির ছাদে খুন হন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবিরসহ আটজনকে আসামি করে শার্শা থানায় মামলা হয়। তদন্তে বকুল নির্দোষ প্রমানিত হলে তাকে মামলা থেকে বাদ দেয়া হয়।শার্শায় আওয়ামীলীগের দলীয় কোন্দল চরমে। যেকারনে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে দিয়ে অনেকের আসামী বানানো হয়েছে। কোন্দলের কারনে প্রকৃত আসামী বাদরেখে ভালো লোককে খুনীমামলায় জড়ানো হয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শার্শায় সরকারি দলের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্বে আছেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ আফিল উদ্দিন।স্বার্থান্বেষী অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন বেনাপোল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।লিটনের অনুসারী সহসভাপতি আবদুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সাংসদ আফিল উদ্দিনের কথাই শেষ। সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে তিনি যা বলে দেন, সেটাই চূড়ান্ত। কমিটির বেশির ভাগ সদস্য মেয়রের অনুসারী। এ কারণে তাঁদের মূল্যায়ন করা হচ্ছে না।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম বলেন, সাংসদ আফিল উদ্দিন নিজের মতো করে সব চালাতে চান। শার্শা ও বেনাপোলে দলীয় কার্যালয় থাকলেও তিনি কোনো দিন সেখানে যাননি। তাঁর মালিকানাধীন জুট মিলে বসে তিনি সিদ্ধান্ত নেন।জবাবে আফিল উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় ও প্রাচীন দল। এত বড় দলে গ্রুপিং, লবিং থাকাটা স্বাভাবিক। দলের আদর্শ মানতে হলে অবশ্যই আমাকে মুল্যায়ন করতে হবে।আমি দলের কাউকে বাদ রেখে চলিনা।আমার কারো প্রতি ক্ষোভ নেই, অভিযোগও নেই। পাল্টাপাল্টি কমিটি থাকলেও সবাই আওয়ামী লীগেরই মিটিং-মিছিল করছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা