বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

শার্শায় সরকারি বইখাতা বিক্রয়ের সময় ধরলেন জনতা

যশোরের শার্শায় সকালে সরকারি বই খাতা বিক্রয়ের সময় স্থানীয় জনতার হাতে ধরা খেলেন শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।
সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা পরিষদের কাউকে না জানিয়ে ঐ বিদ্যালয়ের পুরাতন বই খাতা বিক্রয় করে লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছেন ঐ শিক্ষক।
ইতিপূর্বে এ প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডের খাতা এভাবে বিক্রয় করার সময় প্রশাসনের হাতে ধরা পড়ে।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন- বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনাটি এলাকার অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। কিভাবে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থলোভী শিক্ষক দিনের পর দিন অসৎ কর্মকান্ড করে যাচ্ছে।
এমন হীনমনোস্ক শিক্ষকের কাছ থেকে আগামী প্রজন্ম কি শিখবে সেই চিন্তা ভাবনায় এখানকার সচেতন অভিভাবকগন।
তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হয় তাহলে বিষয়টি উর্দ্ধেতন কতৃপক্ষের কাছে এখানকার সচেতন মহল এবং অভিভাবকগন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করবে।
এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন- স্কুলে উন্নয়নের জন্য বই খাতা বিক্রি করেছি। বিষয়টি আপনারা একটু ম্যানেজ করে নেন।

স্কুলের সৌন্দর্য বর্ধনের দ্বায়ভার আমার : শেখ আফিল এমপি
৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষরা হলো জাতী গঠনের মূল কারিগর। তাই, শিক্ষকদের মধ্যে কোন রাজনীতি করা থাকা ঠিক না।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অত্র স্কুলের নব নির্বাচিত ম্যানিজিং কমিটির প্রথম সভার কার্য দিবসে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
দিবসটি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানিজিং কমিটির প্রথম সভা হওয়ায় অনুষ্ঠানের শুরুতে অত্র স্কুলের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় ন-নির্বাচিত ম্যানিজিং কমিটির অন্যন্য সদস্যদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্কুলের লেখাপড়ার মান নিয়ে বিশদ আলোচনা করেন এমপি শেখ আফিল উদ্দিন। যা সন্তোষজনক না হওয়ায় লেখাপড়ার মান বৃদ্ধিতে ৫০ মিনিট করে ক্লাস নেওয়ার আহবান জানান তিনি। বলেন, যেকোন মূল্যে তিনি বেনাপোল হাইস্কুলের লেখাপড়ার মান বৃদ্ধি করতে চান। এসময় অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
কথা বলেন, স্কুলের আয় ব্যায়ের হিসাবসহ নতুন বিল্ডিংয়ের কর্মকান্ড নিয়ে। স্কুলের ছাত্রছাত্রীদের যাতে টিফিনের সময় বাহিরে যাওয়া না লাগে সেজন্য তিনি স্কুল অভ্যন্তরে ক্যান্টিন করার ঘোষণা দেন। বলেন, অত্র স্কুলের শতভাগ শিক্ষার্থীদের ভাল রেজাল্টের দ্বায়ভার শিক্ষকদের আর স্কুলকে সৌন্দর্য বর্ধনের শতভাগ দ্বায়ভার আমার।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল হাইস্কুলের নব-নির্বাচিত ম্যানিজিং কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, শেখ কাজিম উদ্দিন, তাজাজ্জেল হোসেন, আহাদুজ্জামান বকুল কাউন্সিলর, লক্ষী রানী দে, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুননাহার আন্না, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক জুলফিকার আলী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আল-ইমরানসহ অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা