রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শায় জাতীয় উন্নয়ন মেলার সমাপনী

যশোর-১ (শার্শা)’র সাংসদ আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন- ‘দেশের ১৮ কোটি মানুষকে মানব সম্পদে পরিণত করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। যা উপলব্ধি করতে পেরে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশের মানুষকে মানব সম্পদে রুপান্তরিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। যার সফলতা ইতিমধ্যেই আমরা ভোগ করতে শুরু করেছি।’

দেশব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আলোকে একযোগে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শার্শা উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত শনিবারের সমাপনী অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন- ‘আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামীলীগ এপর্যন্ত যতোবার সরকার গঠন করেছে ততবারই এদেশের উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারো আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখতে হবে।’

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উন্নয়ন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, নাসির উদ্দিন, বেনাপোল স্থল বন্দরের পরিচালক(ট্রাফিক) আমিনুল ইসলাম, সহকারি পরিচালক প্রশাসন(ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার ভদ্রা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিকরে শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রবসহ উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক, বাগ আঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলীসহ উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা শেষে আওয়ামীলীগ সরকার আমলে দেশব্যাপী উন্নয়নের পাশাপাশি শার্শা উপজেলায় শেখ আফিল উদ্দিন এমপি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাসহ সকল পর্যায়ে ব্যাপক উন্নয়ন করায় তাঁকে ক্রেস্ট প্রদাণ করেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার পক্ষে নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল।

এসময় শার্শা উপজেলা প্রাঙ্গণে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের বিজয়ীদের হাতে ক্রেস্ট উপহার দেন অনুষ্ঠানের প্রধাণ অতিথি সাংসদ শেখ আফিল উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা