লেখিকা শেখ সুমাইয়া সুলতানার ”শ্বাসরুদ্ধ কারাগার” ২১ শের বই মেলায়
সময়ের আলোচিত লেখিকা শেখ সুমাইয়া সুলতানাকে’কে না চেনে? স্যোশাল মিডিয়ার কল্যাণে লোখো ভক্তদের হৃদেয়র মাঝে এখন শেখ সুমাইয়া সুলতানার বসবাস। অনেক আগে থেকে বিভিন্ন লোকাল পত্রিকায় শেখ সুুমাইয়া সুলতানার কবিতা প্রকাশ করে আসছে। এছাড়াও বাস্তবিক জগতকে অতিক্রম করেও অনলাইন জগতে শেখ সুমাইয়া সুলতানা যেন পাঠক আর সাংবাদিক হৃদয়ে এক জ্বলজ্বলে নক্ষত্রের নাম। অনলাইন জগতের সাংবাদিকগণ আর পাঠকগণই শেখ সুমাইয়া সুলতানাকে তার প্রথম কাব্যগ্রন্থ “শ্বাসরুদ্ধ কারাগার” প্রকাশ করতে বাধ্য করেছে। কবির প্রথম একক কাব্য গ্রন্থ “‘শ্বাসরুদ্ধ কারাগার”
অমর ২১শে বইমেলা ২০১৮ প্রকাশিত হয়েছে। প্রকশানায়ঃ চতুর্দিক প্রকাশন, প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর,বইটির প্রাপ্তি স্থান নবসাহিত্য প্রকাশন
স্টল নং-৬২৪, কবির কবিতা ত্রিশাল নিউজ ডটকম, নিউজ টুইয়েন্টি ফোর, ঢাকা হেডলাইন্স, ত্রিশালের আলো,বাংলাদেশ দৈনিক, একটি সাহিত্য পত্রিকা, কপোতাক্ষ নিউজ, এছাড়াও অগণিত অনলাইন নানান পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ইতিমধ্যে শেখ সুমাইয়া সুলতানার কবিতা আবৃত্তি করেছেন দেশবরণ্য আবৃত্তিশিল্পী বদরুল আহাসান খাঁন। কবি শেখ সুমাইয়া সুলতানা ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর হাজীপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, পল্লী কবি জসীম উদ্দিন এবং নারী জাগড়ণের অগ্রদূত বেগম রোকেয়া মূলত তাদের অনুসারী হয়েই কবি শেখ সুমাইয়া সুলতানা মাত্র নয় বছর বয়স থেকেই এদেশের মা, মাটি ও মানুষ আর কবিতা নিয়ে ভাবতে শুরু করেন। কবির জীবনের শ্রেষ্ঠ আদর্শ এবং মূল্যবাণ সম্পদ হচ্ছে কবির পিতা শেখ আব্দুল হামিদ, এবং জননী শেখ উম্মে হাবীবা।
শেখ আব্দুল হামিদের সাধ্য ছিলো না কিন্তুু সাধ ছিলো বড় যে, তার কন্যা শেখ সুমাইয়া সুলতানা একদিন সত্যিকারের প্রকৃত সাহিত্যিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। সুলতানার বড় বোনেরা এবং স্নেহের বোন শেখ আবিদা সুলতানা সুফিয়া সেই সাথে স্নেহের দুই ভাই শেখ হাবিবুল্লাহ আল-হাসান ও শেখ রাফিউল্লাহ আল-হাসান সবার ঊর্ধ্বে জননী শেখ উম্মে হাবীবা সহ মামা মাওলানা জাকারিয়া, মাওলানা জুবায়ের গণী, মাওলানা শামসুজ্জামান সহ সকলের ভালোবাসা ও সাতক্ষীরার সাংবাদিক বন্ধু শেখ আমিনুর হোসেনের অনুপ্রেরণা নিয়েই সুলতানা আজ এই পর্যন্ত। মাত্র একুশ বছর বয়সের তরুণী সুলতানা ২০১৩ সালে কিশোরগঞ্জ জেলার ন্যামতপুর উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.পাশ করেন, ২০১৫ সালে এইচ.এস.সি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, বর্তমানে সুলতানা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বি.এ. অনার্স ২য় বর্ষ বাংলা বিভাগের ছাত্রী।
কবি সুলতানা তার অনার্স অধ্যয়নের পাশাপাশি সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ফর্মুলারী ইউনানীর গ্রামীণ ফার্মাসিউটিক্যালস (ইউনানী)তে কর্মরত আছেন। সাহিত্যপ্রেমী সুলতানা শুধু একজন প্রকৃত সাহিত্যিক হবার প্রয়াসেই সাংসারিক ভাবনাকে উপেক্ষা করে নিজের জীবনটাকে সংগ্রামের মধ্যেই টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন সকলের ভালোবাসায়। এবং সাবার নিকট তার লেখা বইটি কেনা এবং পড়ার জন্য অনুুরোধ সহ সকলের কাছে দোয়া চেয়েছেন কবি শেখ সুমাইয়া সুলতানা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন