শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাজগঞ্জে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং : অতিষ্ঠ জনগন

বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কবলে পড়ে যশোরের রাজগঞ্জবাসির দুর্ভোগ চরমে পৌছেছে।বিদ্যুৎ বিভ্রাট ও বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ভেল্কিবাজিতে শরতের ভ্যাপসা গুমোট অসহনীয় গরমে জনজীবন একদিকে যেমন দুর্বিসহ হয়ে উঠেছে অন্যদিকে ব্যাংক-বীমা অফিস, বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের কাজকর্মে যেমন নেমে এসেছে স্থবিরতা তেমনি ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের ফার্ম ও খামারে কর্মতৎপরতা প্রচন্ড আকারে বাঁধা গ্রস্ত হচ্ছে।বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকায় মালিক পক্ষকে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে।বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দারুন কষ্ট পাচ্ছে।সংবাদকর্মীরা বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে সময়মত নিউজ কভারেজ করতে হিমসিম খাচ্ছে।খোঁজ খবর নিয়ে জানা গেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকার মধ্যে রাজগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা তথা হালচাল গত ৪/৫ দিন ধরে চরমে পৌছেছে।প্রতিদিন ১০-১২ ঘন্টা এলাকা ভেদে তার চেয়েও বেশী সময় ধরে থাকে এ ধরনের কৃত্রিম বৈদ্যুতিক লোডশেডিং।যার প্রতিকারের লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।
সম্প্রতি প্রচন্ড তাপদাহ ও অসহনীয় গরমে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেছে বলে রাজগঞ্জ সাবজোন অফিসের এক কর্মকর্তা দাবি করেন।কিন্তু ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা তা মানতে নারাজ।
তাদের অভিমত বর্তমান সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বদ্ধ পরিকর।জনগনের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ আমদানি করার পদক্ষেপ সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে।তারপরও এ ধরনের বিদ্যুৎ বিভ্রাটের জন্য ভুক্তভোগীরা স্থানীয় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যৎ সমিতির কর্মকর্তাদের দুষছেন।এখানকার কর্মকর্তারা বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে বিদ্যুৎ খাতে অধিক মুনাফা অর্জনের জন্য ইচ্ছা মাফিক লোডশেডিং করে চলেছেন।লোডশেডিংয়ের মাত্রাটা গ্রাম পর্যায়ে বেশী বলে ভুক্তভোগী গ্রাাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করেন।
এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিংয়ের ফলে বাসাবাড়িতে ব্যবহৃত টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাবটবসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী বিকল হয়ে গ্রাহক সাধারণ দারুনভাবে ক্ষতির শিকার হচ্ছে।তা ছাড়া বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও ভেল্কিবাজিতে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় দারুনভাবে বিঘ্ন হচ্ছে।তারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না।ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা সাম্প্রতিক সময়ের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মহাবিপাকে পড়েছেন।তাই ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরনের দাবি জানিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে স্থানীয় পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷

মণিরামপুরে মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার
বুধবার সন্ধ্যার দিকে পুলিশ যশোরের মণিরামপুরের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত পরিচয়ের ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে।পুলিশের ধারনা দূর্বৃত্তরা হয়ত তাকে অপহরন করে শ্বাসরোধে হত্যার পর ঘেরে ফেলে দিয়েছে।যুবকের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও হলুদ রংয়ের গেঞ্জী।মাথার চুল ছিল লম্বা।
মণিরামপুর থানার এসআই তাপস কুমার জানান, খবর পেয়ে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাঁপাকোনা গ্রামের হামড়াতলা মোড়ের পাশে কালামের মৎস্যঘের থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান দূর্গা পদ সিংহ জানান, মৎস্য ঘেরে লাশ ভাসতে দেখে তিনি থানা পুলিশকে অবহিত করেন।
ওসি মোকাররম হোসেন জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে হয়ত দূর্বৃত্তরা তাকে অপহরন করে শ্বাসরোধে হত্যার পর ঘেরে ফেলে দিয়েছে।তবে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা