রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাখাইন সফরে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন বার্গেনার মঙ্গলবার রাখাইনের উত্তরাঞ্চল পরিদর্শন করবেন। সহিংসতা কবলিত রাখাইনে জাতিসংঘের সহযোগিতার উপায় খোঁজার জন্য তিনি এই সফর করছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস।আইনসভার সিনিয়র এক সদস্য জানিয়েছেন, জাতিসংঘের বিশেষ দূত সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রাখাইনের পার্লামেন্টের সদস্যদের সাথে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন।

সোমবার রাখাইনের পার্লামেন্টের স্পিকার ইউ মিয়া থান বলেন, আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আমরা জানি না। কিন্তু আগামীকাল (মঙ্গলবার) বৈঠকের সূচি নির্ধারিত করা হয়েছে।

মংডুর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইউ ইয়ে হতু সোমবার জানিয়েছেন, মংডুতে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠক সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তিনি বলেন, মংডুতে তার সফর সম্পর্কে নির্দিষ্ট তথ্য আমরা পাইনি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার রাজধানী নেপিদোতে পৌঁছান ক্রিস্টিন। তিনি সমাজকল্যান, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং রাষ্ট্রীয় উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি রাষ্ট্রীয় উপদেষ্টা ও শীর্ষ সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন কিনা তা নিশ্চিত না।

ওই কর্মকর্তা আরও জানান, ক্রিস্টিন মিয়ানমার পৌঁছেছেন শনিবার এবং এক সপ্তাহ অবস্থান করবেন।

২০১৮ সালের অক্টোবরে ক্রিস্টিন রাখাইনের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। এছাড়া তিনি কিয়াকতাউ, বুথিডাউং, মংডু ও সিতের পুনস্থানান্তর কেন্দ্রগুলোও ঘুরে দেখেন। এসময় তিনি স্থানীয় বেসামরিক বাসিন্দা ও সামরিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও শরণার্থীবিষয়ক কমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশে আশ্রয় নেওয়া ৭ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনে ফিরিয়ে নেওয়ার উদ্যোগে সহযোগিতা করছে।

২০১৭ সালের আগস্টে বিজিপির ফাঁড়িতে আরসা’র হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে হামলার পর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে। এমন বাস্তবতায় জাতিগত নিধনযজ্ঞের বলি হয়ে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ ত্রিশ হাজার রোহিঙ্গা।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!