যশোর-১ শার্শায় এমপি পদে লড়াই করছেন ৪ জন,প্রচারনায় নেই ৩জন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫-১ (শার্শা) আসনে ৪ জন প্রার্থী ভোটের লড়াইতে নেমেছেন। তবে নৌকার প্রার্থী ছাড়া বাকি ৩ প্রার্থী এখনো নির্বাচনি প্রচারনায় নামেনি।এমনকি তাদের কর্মী সমর্থকদেরও মাঠে দরখা যাচ্ছেনা।
সোমবার দলীয় প্রতিক পাওয়ার পর পরই আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দীন নির্বাচনি প্রচারনা শুরু করেছেন। বাকি ৩ জন প্রার্থী তাদের প্রচার প্রচারনা এখনো শুরু করেনি।
যশোর-১ শার্শা আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন (নৌকা), বিএনপি’র প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তি (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বখতিয়ার রহমান (হাত পাখা) ও জাকের পার্টির প্রার্থী সাজেদুর রহমান ডাবলু (গোলাপ ফুল) নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
এই আসনে মূল লড়াই হবে আওয়ামীলীগের নৌকা ও বিএনপির ধানের শীষের মধ্যে। প্রতীক পেয়ে কেবলমাত্র নৌকার প্রার্থী মাঠে নেমে গেছেন। প্রতীক পাওয়ার পর দলীয় নেতা কর্মী নিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আফিল উদ্দীন। বিএনপি’ তার প্রার্থীর পক্ষে এখনো নির্বাচনি প্রচারনা শুরু করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টির প্রচারনা ফেসবুকের মধ্যই সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে বিএনপির কিছু কর্মী ও সমর্থক ফেসবুকে বড়বড় বুলি আওড়ালেও মাঠে নেই।
যশোরের সীমান্ত উপজেলা শার্শার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে যশোর-১ আসন গঠিত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই সংসদীয় আসনে অবস্থিত।
এই নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০৯ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ০৫৫ জন।
সরকার এই আসন থেকে প্রতিবছর ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেথাকে। এসব কারণে সরকার ও ব্যবসায়ীগোষ্ঠীর কাছে নির্বাচনী আসনটির গুরুত্ব অনেক বেশি। একই কারণে সব দলের জন্য আসনটি দখলে রাখা খুবই মর্যাদার।
স্বাধীনতা পরবর্তী ১০টি সংসদ নির্বাচনের মধ্যে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী পাঁচবার, বিএনপি তিনবার এবং জাতীয় পার্টি ও জামায়াত একবার করে বিজয়ী হয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন