বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মশার কামড়কে প্রশমিত করার সহজ কিছু উপায়

বেশীর ভাগ সময়ই মশা কামড় দেয়ার সময় আমরা বুঝতে পারি না। কিন্তু একটু পর যখন চুলকায় তখনই শুরু হয় যন্ত্রণা। এসময় মশার কামড়ের স্থানটি ফুলে যায় এবং চুলকানি হয়। যা দূর হতে এক বা দুই দিন সময় লাগে। অনেক সময় দাগও হয়ে যায়। কিন্তু কিছু প্রাকৃতিক উপাদান আছে যা ব্যবহার করে মশার কামড়কে প্রশমিত করা যায়। আসুন জেনে নেই সেই উপায়গুলো।

১। নিম তেল
নিমের তেল শুধু মশা তাড়াতেই কার্যকরী নয় বরং মশার কামড়ের চুলকানি দূর করতেও চমৎকার কাজ করে। নিমের তেলের সাথে সমপরিমাণ নারিকেলের তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগালে যন্ত্রণা কমে।

২। তাপ
বরফের মতোই মশার কামড়ের স্থানে সরাসরি তাপ প্রয়োগ করলেও চুলকানি কমতে সাহায্য করে। এজন্য একটি চামচ সামান্য গরম করে নিয়ে আক্রান্ত স্থানে লাগালে চুলকানি ও ব্যথা কমবে।

৩। কলার খোসা
মশার কামড়ের যন্ত্রণাকে প্রশমিত করতে পারে কলার খোসা। মশার কামড়ের চুলকানি দূর করতে ও ত্বককে প্রশমিত করার জন্য কলার মজ্জা বা কলার খোসা আক্রান্ত স্থানে ঘষুন।

৪। মধু
মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লামেটরি গুণ আছে। মশার কামড়ের স্থানে ১ ফোঁটা মধু লাগালে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়।

৫। বরফ
সাধারণত আঘাতের ফোলা কমানোর জন্য ব্যবহার করা হয় বরফ, মশার কামড়ের যন্ত্রণা থেকে মুক্ত হতেও সাহায্য করে বরফ। বরফ ত্বককে অবশ করে, ইনফ্লামেশন কমায় এবং যন্ত্রণা দূর হতে সাহায্য করে।

৬। তুলসি
তুলসি মশা তাড়ানোর জন্য উপকারী উদ্ভিদ। তবে অনেকেই জানেন না যে, মশার কামড়ের স্থানে আস্তে আস্তে তুলসি পাতা ঘষলে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। কারণ তুলসি পাতায় অ্যান্টি-ইনফ্লামেটরি যৌগ ইউজেনল থাকে।

৭। ওটস
আপনি কী ওটমিল দিয়ে গোসল করার কথা শুনেছেন? গবেষণায় প্রমাণিত হয়েছে যে, উষ্ণ পানিতে ২০ মিনিট যাবৎ ওটমিল ভিজিয়ে রেখে এই পানি দিয়ে গোসল করলে চুলকানি ও ফোলা কমে।

৮। বেকিংসোডা
রান্না ঘরের এই সাধারণ উপাদানটি মশার কামড়ের ও চমৎকার প্রতিকার। বেকিংসোডা পানিতে গুলিয়ে নিয়ে আক্রান্ত স্থানে লাগালে মশার কামড়ের চুলকানি ও যন্ত্রণা কমে।

৯। অ্যালোভেরা
অ্যালোভেরা জেলের অ্যান্টি ইনফ্লামেটরি গুণের জন্য এটি মশার কামড়কে প্রশমিত করে। এজন্য অ্যালোভেরার একটি পাতা কেটে ভেতরের জেল বের করে নিন। এই জেল আক্রান্ত স্থানে লাগালে ওই স্থানের যন্ত্রণা কমতে সাহায্য করে।

সূত্র: হেলথ লাইন ও দ্যা হেলথ সাইট

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি