মনিরামপুরের হরিহরনগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায় আয়া!!
মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটির বেহাল দশা দীর্ঘদিন ধরে।
একজন আয়া ছাড়া এই স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন চিকিৎসক, এমনকি পরিদর্শকও। প্রায়ই অফিস সময়ে স্বাস্থ্য কেন্দ্রটির দরজায় তালা ঝুলে থাকে। বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা দেখে ফিরে যাওয়া এখানকার রোগীদের তিক্ত অভিজ্ঞতা।
গত দুই বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রটির বেহালদশা থাকলেও তার কোন খবর রাখে না কর্তৃপক্ষ। ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের প্রায় ২৭ হাজার মানুষ।
আয়া নির্ভর স্বাস্থ্য কেন্দ্রটি পরিত্যক্ত থাকায় তা এখন নেশাগ্রস্থদের আড্ডায় পরিণত হয়েছে। এখানকার চিকিৎসক ও পরিদর্শকদের জন্য বরাদ্ধ আবাসিক কক্ষগুলো পরিণত হয়েছে টয়লেটে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, জন্ম নিয়ন্ত্রন, গর্ভবতী ও প্রসূতি নারী, শিশু এবং সাধারণ রোগীদের চিকিৎসা সেবার লক্ষে উপজেলার ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মত হরিহরনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে ওঠে। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও পরিদর্শকের থাকার জন্য কেন্দ্রটির সাথে চারকক্ষ বিশিষ্ট দুটি কোয়াটারও রয়েছে। কেন্দ্রটিতে একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন পরিবার পরিকল্পনা ভিজিটর (এফডব্লিউভি), একজন পিওন ও একজন আয়া থাকার কথা। জনবল সংকট থাকায় স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন আয়া ছাড়া বাকি তিনটি পদই শূণ্য।
তবে যিনি আয়া হিসেবে আছেন, তিনিও কর্মস্থলে আসেন ইচ্ছেমত। যে দিন আসেন সেদিনও পরিচ্ছন্ন কাজ করেন না ঠিকমত। ফলে স্বাস্থ্য কেন্দ্রটির আবাসিক ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
ইউনিয়নবাসী বলছেন, যদি প্রতিষ্ঠানটিতে কাউকে পাঠানোই না হবে, যদি রোগীদের এসে গেটে তালা দেখে বিনা চিকিৎসায় ফিরে যেতে হয় তাহলে কোটি কোটি টাকা খরচ করে এই কেন্দ্র গড়ে তোলার দরকার ছিল কি। আর এই কেন্দ্রের জন্য রবাদ্ধের ওষুধও বা যায় কোথায় এলাকাবাসীর অভিযোগ, রোগীরা চিকিৎসা সেবা না পেলেও এই কেন্দ্রের জন্য বরাদ্ধকৃত সমুদয় ওষুধ কিন্তু উত্তোলিত হচ্ছে নিয়মিতগত শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিন গিয়ে স্বাস্থ্য কেন্দ্রটির গেটে তালা ঝুলতে দেখা গেছে। সেখানে আবাসিক ভবন থেকে তিন তরুণকে বের হতে দেখা যায়। তাদের মধ্যে নাহিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্র জানায়, এক জনকে মাঝে মধ্যে দেখি এসে হাসপাতাল ঝাড়ু দেয়। এছাড়া কাউকে দেখিনে। এখানে ডাক্তারদের জন্য বরাদ্ধ দুইটি কক্ষে আমরা ফুটবল খেলার সরাঞ্জাম রাখি। কেউ না থাকায় ময়লা-আবর্জনায় ভরা পুরো এলাকা।
হরিহরনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি লাগোয়া খাটুরা মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, আগে একজন এফডব্লিউভি ছিলো। তাকেও দেখিছি অফিস ফাঁকি দিতে। দুই বছর আগে সে অবসরে গেছে। সেই থেকে এখানে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। একজন আয়া এসে ঝাড়ঝুড় দিয়ে বসে থাকে।
খাটুরা বাজারের ব্যবসায়ী দলিলুর রহমান বলেন, রোগীরা গেলে বলে ডাক্তার নেই, ওষুধ নেই। মাস দুয়েক আগে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম।
আয়া বলল, ওষুধ নেই। মণিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র দেখভালের দায়িত্বে রয়েছেন ডা. চন্দ্র শেখর কুন্ডু। গত দুই বছরে তিনি একবারও এই কেন্দ্র পরিদর্শনে যাননি বলে অভিযোগ।
স্বাস্থ্য কেন্দ্রটির আয়া সাধনা রানী বলেন, প্রায় দুই বছর ধরে এখানে আমি ছাড়া কেউ নেই। আমি সবসময় থাকি। মাঝেমাধ্যে বাচ্চার (ছেলে) সমস্যা থাকলে আসতে পারি না। অন্য কেন্দ্র থেকে সপ্তাহে একদিন একজন এফডব্লিউভি আসেন। রোগীরা আসলে তাদের সেই দিন আসতে বলি।
এই বিষয়ে জানতে ডা. চন্দ্র শেখরের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাতে তিনি কথা বলতে রাজি হননি।
মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, হরিহরনগর স্বাস্থ্য কেন্দ্রে একজন আয়া ছাড়া কেউ নেই। ওই কেন্দ্রে এক জন এফডব্লিউভিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া আছে। তিনি প্রতি মঙ্গলবার সেখানে দায়িত্ব পালন করেন। লোকবল কম থাকায় সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে লোকবল চেয়ে আমি প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন