বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মণিরামপুরে যুবকের ঝুলন্ত লাশ

যশোরের মণিরামপুরে লিটন হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকালে স্বজনরা তার শোয়ার ঘর থেকে লিটনের লাশ উদ্ধার করেন।

লিটন ওই ঘরের আড়ার সঙ্গে গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারটির পক্ষ থেকে বলা হচ্ছে।

এলাকাবাসী জানান, লিটন খুব অল্প বয়স থেকে উপজেলার হাকোবা মাঝেরপাড়ায় নানা মৃত সাখাওয়াত হোসেনের বাড়িতে থাকতেন। তিনি মণিরামপুর বাজারের ‘তামিমা ক্লথ স্টোর’ নামে একটি দোকানে কাজ করতেন। তার চার বছর বয়সী লামিয়া নামের একটি মেয়েসন্তান রয়েছে। লিটন সাতক্ষীরা তালা উপজেলার ঝিয়ালা চণ্ডীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

লিটনের খালা রুপা জানান, সাত বছর আগে ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সালমা খাতুনের সঙ্গে প্রেমজ সম্পর্ক গড়ে বিয়ে করেন লিটন। গত দুই বছর ধরে অন্য একটি মেয়েকে নিয়ে গ-গোলের সূত্রে তার স্ত্রী মেয়ে লামিয়াকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। তখন থেকে স্ত্রীর সঙ্গে আদালতে মামলা চলছে লিটনের। শুক্রবার লিটন তার মেয়েকে দেখতে চান। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ক্ষোভে দুঃখে লিটন আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেন রুপা।

তবে আশপাশের লোকজন বলছেন, যেই মেয়েকে নিয়ে লিটনের সঙ্গে তার স্ত্রী সালমার গণ্ডগোল, তার নাম টুম্পা। গত শুক্রবার টুম্পার সঙ্গে মণিরামপুর বাজারে লিটনের দেখা হয়। টুম্পা চাকরির কথা বলে লিটনের কাছে তিন লাখ টাকা দাবি করেন। সেই টাকা নিয়ে টুম্পার সঙ্গে বিবাদের সূত্রে লিটন আত্মহত্যা করতে পারেন।

লিটনের খালা রুপা বলেন, অন্যদিন গভীর রাত করে লিটন বাড়ি ফিরতো। শুক্রবার সন্ধ্যার পরপরই সে বাড়িতে ফিরে না খেয়ে শুয়ে পড়ে। সকালে তাকে অনেক ডাকাডাকি করে সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে লিটনকে আড়ার সাথে ঝুলতে দেখা গেছে।
মণিরামপুর থানার এসআই তপন বলেন, বিষয়টি আত্মহত্যা হওয়ায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন পন্ড
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলনে অরাজনৈতিক ব্যক্তিদের বিশৃংখলায় সম্মেলন পন্ড হয়ে গেছে৷
জানা গেছে, গত শুক্রবার বিকালে উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠন উপলক্ষে চালুয়াহাটী প্রাইমারী স্কুল মাঠে এক সম্মেলনের আহবান করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্না৷ সেখানে আলোচনার এক পর্যয়ে সভাপতি ও সম্পাদকের নাম প্রস্তাবনায় আনার সঙ্গে সঙ্গে কিছু স্থানীয় অরাজনৈতিক ব্যক্তিরা সম্মেলন মঞ্চে বিশৃংখলা ও মারামারি শুরু করে৷ এক পর্যয় সম্মেলন পন্ড হয়ে যায় এবং ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রোকুজ্জামান তুহিন তাঁর নিজ ওয়ার্ডের নেতাকর্মিদের হাতে লাঞ্ছিত হয়৷ সেখানে অতিথি হিসেবে উপস্থিত চালুয়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারও উপস্থিত জনগনের রোসানলে পড়েন৷ এরপর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্না কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করে উল্লেখিত স্থান ত্যাগ করেন৷
এবিষয়ে স্থানীয় জিয়াউর রহমান ও বিল্লাল হোসেন সুষ্ট ও সুন্দর পরিবেশে সবার গ্রহন যোগ্য একটি ওয়ার্ড কমিটি গঠনের জন্য মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়কের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা