মণিরামপুরে মাদকসেবী তিন ছাত্রকে পিটুনি, পরে জেল
মণিরামপুরে মাদকসেবী তিন কলেজছাত্রকে পাঁচ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, শহরের হাকোবা এলাকার গোপাল দের ছেলে মান্না দে (১৮), দুর্গাপুর এলাকার আমিনুর রহমান মিন্টুর ছেলে সাজ্জাদ আমিন হৃদয় (১৯) এবং জুড়ানপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আসাদুজ্জামান সাব্বির (১৮)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস আদালত পরিচালনা করে উল্লিখিতদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্ত মান্না দে ঢাকার উত্তরার আইসিটি পলিটেকনিক ইনসটিটিউটের ও হৃদয় নওয়াপাড়ার আকিজ পলিটেকনিকের ছাত্র। আর সাব্বির মণিরামপুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্র বলছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জুড়ানপুর মাঠের নজরুলের পানির পাম্পের ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এলাকাবাসী চোর ভেবে এগিয়ে গিয়ে দেখেন, ঘরের মধ্যে তিনজন বসে আছেন। তাদের সামনে মাদক সেবনের সামগ্রী পড়ে আছে। খবর পেয়ে আস্তে আস্তে এলাকার শত শত লোক সেখানে হাজির হন। তারা ওই তিন তরুণকে উত্তম মধ্যম দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই তিনজনকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ মাদক সেবনের সরঞ্জামসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাত ১১টার দিকে ওই তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে আদালত সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের সাজা দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) লিংকন বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর এলাকার জুড়ানপুর মাঠের একটি পানির পাম্পের ঘরে আলো জ্বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তারা এগিয়ে গিয়ে তিনজনকে ঘরের মধ্যে আটকে ফেলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হলে ধরা পড়া তিন তরুণ ইয়াবা সেবন করছে বলে স্বীকার করে। তখন আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।’
আদালত চলাকালে সার্ভেয়ার আব্দুল মান্নান, স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন