শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

মণিরামপুরে দলিত মানবাধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে বাংলাদেশ দলিত মঞ্চের আয়োজনে দলিত মানবাধিকার বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা মিকাইল হোসেন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেঃ আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুস সাত্তার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এহতেশাম ফিরোজ আলম। এছাড়া রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম, স্থানীয় কৃষকলীগ নেতা গোলাম রসুল চন্টা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন চৌধুরী ও এলাকার সূধি সমাজ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে মণিরামপুর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান দূর্গাপদ সিংহ, মানবাধিকার আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি ও বিডিএম-এর উপদেষ্টা মামুনুর রশিদ লাল্টু, লোকজ একাডেমীর পরিচালক এস এম সিরাজুল ইসলাম ও চারুপীট আর্ট স্কুল কেশবপুরের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলিত মঞ্চের নামকরন ও প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক উৎপল দে কে বাংলাদেশ দলিত মঞ্চ কর্তৃক আম্বেদকর সম্মাননা- ২০১৮ পদক প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠান উপলক্ষে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যাপীঠ ও নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারিদের পুরস্কার বিতরন করা হয়।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকালে মণিরামপুর সরকারী (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এ খেলায় দুর্বাডাঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশ, ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশ৷ খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হতে ট্রফি তুলে দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, দুর্বাডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবর রহমান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরদার, ইনস্ট্রাকটর মকবুল হোসেন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন, মণিরামপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খাতুন প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক আব্দুল আলিম ও সোহাগ হাসান লিপু।
খেলা পরিচালনা করেন হুময়ুন কবির এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন বশির আহাম্মেদ, বীরেশ্বর মন্ডল ও হাবিল উদ্দীন।
খেলাটিহাজার হাজার দর্শক উপভোগ করেন৷

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা