সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মণিরামপুরে জমজমাট ষাঁড়ের লড়াই

দীর্ঘ ছয় ঘণ্টা ধরে ৩২ ষাঁড়ের জমজমাট লড়াইয়ে মুগ্ধ যশোরের মণিরামপুরের হাজারো দর্শক। ৩০ বছরের ঐতিহ্যবাহী এই ষাঁড়ের লড়াই ঘিরে বৃহস্পতিবার মণিরামপুরের নেবুগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে গ্রামীণ মেলা।

ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই যেন উৎসবে পরিণত হয় বিভিন্ন গ্রাম থেকে আসা হাজারো দর্শকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় মাঠ।
কেউ কেউ গাছে উঠে লড়াই উপভোগ করেন। ছয় ঘণ্টার লড়াই শেষে পুরস্কার জিতে নেন তিন ষাঁড়ের মালিক।

বৃহস্পতিবার ঘড়ির কাটা দুপুর ১২টা ছুঁই ছুঁই। নড়াইল, মাগুরা, বাগেরহাট, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আসা বড় শিং, নাদুস-নুদুস বিভিন্ন রংয়ের ৩২টি ষাঁড় লড়াই করতে প্রস্তুত। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল লড়াই।

কেউ কারও থেকে কম যায় না। এলাকার মান রক্ষার্থে প্রাণপনে লড়ছে ষাঁড়গুলো। এক পর্যায়ে প্রতিপক্ষ ষাঁড়ের কাছে ধরাশয়ী হয়ে মাঠের বাইরে পালিয়ে গেলেই লড়াইরত অপর ষাঁড়টি বিজয়ী হিসেবে পরের রাউন্ডের প্রতিপক্ষের সঙ্গে আবারো লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
এভাবে একটানা সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে ৩২ ষাঁড়ের শ্রেষ্ঠত্বের লড়াই। নকআউট পদ্ধতিতে লড়াই শেষে পুরস্কার হিসেবে নগদ টাকা জিতেছে তিনটি ষাঁড়ের মালিক।

তারা হলেন প্রথম স্থান অধিকারী ষাঁড় মালিক মণিরামপুর পাঁচবাড়িয়া এলাকার অমল রায় (৭ হাজার টাকা), দ্বিতীয় স্থান অধিকারী ষাড় মালিক যশোরের অভয়নগরের আড়পাড়া এলাকার কৃপা (৫ হাজার) ও তৃতীয় স্থান অধিকারী ষাঁড় মালিক যশোরের অভয়নগরের বুনোপোতা এলাকার দেবাশীষ (৩ হাজার)।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়েসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ষাঁড়ের লড়াইকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ষাড় লড়াইয়ের উৎসব ঘিরে বসে মেলা। সেখানে খাবার, খেলনাসহ দোকানিরা পসরা সাজিয়ে বসেন।
দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্কুল মাঠের চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেন আয়োজকরা।

ষাঁড়ের লড়াই দেখতে আসা পাঁচবাড়িয়া গ্রামের ষাটার্ধ্ব রীনা মন্ডল বলেন, প্রতি বছর লড়াইকে ঘিরে গ্রামের প্রায় প্রতিটি পরিবারে আত্মীয়-স্বজনের সমাগম ঘটে। বেশ মজাও হয়। এবারো ব্যাপক মজা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা