শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মণিরামপুরে চারতলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর মাস্টারপাড়ায় চারতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মুসফিকুর রহমান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের প্রাণিসম্পদ অধিদপ্তরের পেছনে গাজী করাতকলের সামনের শহিদুল ইসলামের চারতলা ভবনে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা আনোয়ার হোসেন একজন হোমিও চিকিৎসক৷ আর মা সাজেদা বেগম উপজেলার লাউড়ি হাইস্কুলের শিক্ষক। তাদের বাড়ি লাউড়ি গ্রামে।
চারতলা ভবনটির পেছনের একটি দোতলা বাসায় তারা ভাড়া থাকতেন। মুসফিকুর তাদের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানায়- সাজেদা বেগম সকালে এক আত্মীয়কে বাসায় রেখে তার কাছে মুসফিকুরকে দিয়ে কর্মস্থলে যান। সকাল সাড়ে ৯টার দিকে মুসফিকুর সামনের চারতলা ভবনের চারতলা ফ্লাটের আরাফ নামের অপর একটি শিশুর সঙ্গে খেলতে যায়। আরাফ ওই সময় বাসায় ছিল না। ওই ভবনের সবাইও চাকরিজীবী। শিশুটি যে ওই ভবনে এসেছে তা কেউ লক্ষ্য করেনি। ফলে তারা বাইরে থেকে নিচের গেট তালাবদ্ধ করে চলে যায়।
এদিকে আরাফকে বাসায় না পেয়ে ছাদে ওঠে মুসফিকুর। পরে সেখান থেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়।

ওই ভবনের পাশের বাসার লাকি খন্দকার নামে এক গৃহবধু জানান- বেলা ১২টার দিকে তিনি নিজ বাসার ছাদে কাজ করছিলেন। সেখান থেকেই তিনি দেখতে পান ভবনের পেছনে একটি শিশু পড়ে আছে। এরপর তিনি নেমে এসে দেখেন ছেলেটির মুখ ও কানে রক্ত এবং সে নিথর হয়ে গেছে। ‘আমার চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে,’ বিষণ্ন কণ্ঠে যোগ করেন লাকি।

পিয়াল নামে এক যুবক জানান- তারা সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির কান্না ও ওপর থেকে ভারি কিছু পড়ার শব্দ শুনেছেন। কিন্তু বিষয়টি তারা খেয়াল করেননি।
তারা জানান- শনিবার সকালে মুসফিকুরের বাবা আনোয়ার হোসেন ভারত থেকে ফেরেন।তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। বাসায় ফেরার সময় তিনি ছেলের জন্য নতুন পোশাক ও খাবার নিয়ে আসেন। বাসায় এসে ছেলের খোঁজ করেন তিনি। ছেলে সামনের বাসায় খেলছে ভেবে তিনি বাজারে তার চিকিৎসা কেন্দ্রে যান। অন্যান্য দিন মুসফিকুর তার মায়ের সঙ্গে স্কুলে অথবা বাবার সঙ্গে দোকানে থাকতো।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা শিশুটির লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনা কেউ আমাকে জানায়নি।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা