সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ব্রেক্সিটে হেরে আস্থা ভোটের মুখে থেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের আনা একটি চুক্তি ব্রিটেনের পার্লামেন্টের সদস্যরা বিপুল ভোটের ব্যবধানে নাকচ করে দিয়েছেন। বড় ব্যবধানে হারার পর প্রধানমন্ত্রীকে এখন আস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ৪৩২ জন এমপি প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবটি বাতিলের পক্ষে আর মাত্র ২০২ জন এমপি পক্ষে ভোট দিয়েছেন। ব্রিটেনের পার্লামেন্টের ইতিহাসে কোনো ভোটকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের এত বড় পরাজয় আর কখনই হয়নি।

কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী থেরেসা মের পরাজয়ের পর পরই বিরোধী দলের নেতা লেবার পার্টির জেরেমি করবিন এই সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য প্রস্তাব দিয়েছেন। ফলে এখন প্রধানমন্ত্রী থেরেসা মে’কে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, থেরেসা মে যদি নিজের আস্থা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে পরিণতি হিসেবে দেশটি একটি সাধারণ ভোটের মুখোমুখি হতে পারে।ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি ব্রেক্সিট নামে পরিচিত। গতকাল যে চুক্তিটি নিয়ে ভোট হয়েছে তাতে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে কীভাবে বেরিয়ে যাবে সেই ব্যাপারে শর্ত নির্ধারণ করা হয়েছিল।

এই চুক্তিটি নিয়ে শুরু থেকেই নিজ দল ও বিরোধীদের তুমুল বিরোধিতার মুখে পড়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে থেরেসা মের কেবিনেটের খোদ ব্রেক্সিটবিষয়ক মন্ত্রীসহ কয়েকজন পদত্যাগ করেন। শেষতক নিজের বিপদ বুঝতে পরে মে ‘দেশের স্বার্থে’ চুক্তিটির পক্ষে ভোট দেওয়ার জন্য নিজ দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিরোধীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দলের ১১৮ জন এমপিও চুক্তিটির বাতিলের পক্ষে ভোট দিয়েছেন।

পরাজয়ের পরও অবশ্য থেরেসা মে সরকারকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের আনা আস্থা ভোটের বিষয়ে তিনি বুধবার কথা বলবেন।

ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের মানুষ একে অন্যের দেশে যেতে পারেন। একসঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারে। তা ছাড়া এই ইউনিয়নভুক্ত দেশের মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসও করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!