মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সোনা-ডলার পাচারে সজাগ বিজিবি

বেনাপোলে ফিটকিরির স্থলে শাড়ী থ্রি-পিচ আমদানী, ভারতীয় ট্রাকসহ পন্য আটক

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত ফিটকিরির স্থলে শাড়ী থ্রিপিচ আমদানী করায় বন্দর অভ্যান্তর থেকে ভারতীয় ট্রাক সহ পন্য চালানটি আটক করেছে কাষ্টম কর্তৃপক্ষ।

বেনাপোল কাষ্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকাস্থ ফারদিন ট্রেড ইন্টান্যাশনাল নামে বাংলাদেশী এক আমদানী কারক ভারত থেকে ৩০০’শ প্যাকেজ (১৫ মেট্রিকটন) ফিটকিরির আমদানীর জন্য ব্যাংক থেকে এলসি খোলেন। যার এলসি নম্বর ১৮৯১১৮০১০০৫৬ তারিখ ০৪.০৪. ২০১৮। কিন্ত পন্য চালানে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ী থ্রিপিচ আমদানী করে বৃহষ্পতিবার রাতে বন্দরের ৩৪ নম্বর সেডে প্রবেশ করেছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল কাষ্টম কমিশনার মোঃ বেলাল হোসাইন চৌধুরীর নির্দেশনা মোতাবেক আমরা কাষ্টমস গোয়েন্দার একটি টিম নিয়ে বন্দরের ৩৪ নম্বর সেডে অভিযান চালিয়ে ভারতীয় ডব্লিয় বি- ২৩ এ-৩২৭৩ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়।

পরে ট্রাকের ডালা খুলে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ী থ্রিপিচের চালান দেখতে পায়।

পরে শুক্রবার বিকালে ট্রাকে থাকা মালামাল পরীক্ষন করে ২৭৮০ পিচ বিয়ের শাড়ী, উন্নত মানের সিনথেটিক কাপড় ৪২০ কেজি ও ৬৭০ কেজি কসমেটিক্স পাওয়া যায়। যার বাজার মুল্য এক থেকে দেড় কোটি টাকা বলে কাষ্টম সুত্র জানান।

আটককৃত পন্য চালানে প্রায় ৬৪ লাখ টাকা রাজস্ব ফাকি দেয়ার চেষ্ঠা চলছিল। সরকারের রাজস্ব ফাকি দেয়ার জন্য মিথ্যা ঘোষনা দিয়ে আমদানী করায় পন্য চালানটি আটক করে বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে।

বেনাপোলে সোনা ও ডলার পাচার চলছেই সজাগ বিজিবি

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সোনা ও ডলার পাচার অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক একটি চক্র সোনা পাচর করছে ভারতে। একই চক্র ভারত থেকে ডলার নিয়ে আসছে বাংলাদেশে।বিজিবি সজাগ থাকলেও থেমেনেই পাচারকারীরা।শার্শার বেনাপোল সহ আসপাশের সীমান্তে ৭২ ঘন্টার ব্যাবধানে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৮ কেজি সোনা ও ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

বিজিবি সদস্যরা কয়েক ঘন্টার ব্যাবধানে এ ডলার ও সোনা উদ্ধার করে।ডলারের সাথে পাচারকারী আটক হলেও সোনাগুলো উদ্ধার করা হয় পরিত্যাক্ত অবস্খায়।

বিজিবি সুত্রথেকে জানাযায়,বুধবার সকালে পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় খলশী ইটভাটার কাছথেকে পরিত্যাক্ত অবস্তায় ৫৮ লাখ টাকা মুল্যের ১২ টি সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকালে আমড়াখালী চেকপোষ্ট এলাকা থেকে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মুল্যের ৪০ হাজার ইউএস ডলার সহ নড়াইলের এনামুল আটক হয় বিজিবির হাতে।এর কিছুপরে দুপুরে একই এলাকায় বেনাপোলের মাওলা বক্স ও সর্বাঙ্গহুদা গ্রামের আলমগীর ১ লাখ ইউএস ডলার সহ বিজিবির হাতে ধরাপড়ে।উদ্ধারকরা ডলারের মুল্য ৮৪ লাখটাকা বলে জানাগেছে।ঐদিন রাতে ঘিবা জোড়াব্রীজের নিচ থেকে পরিত্যাক্ত অবস্তায় ১ কোটি ১৭ লাখ টাকার ২৪ পিস সোনার বার উদ্ধার করে বিজিবি।

সবশেষে শুক্রবার সকাল সাড়ে দশটায় বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে বিজিবি ১ কোটি ৭০ লাখ টাকা মুল্যের ৩৪ পিস সোনার বার উদ্ধার করে।তবে সোনাগুলো পাওয়াযায় সব পরিত্যাক্ত অবস্থায়।একরনে কিছুটা হলেও সন্দেহ জনমনে।পাচারকারীকে আড়াল করতে এটা হচ্ছেকিনা।

বিজিবি সুত্র থেকে জানানো হয় আটককৃত আসামীদের নামে অর্থপাচার আইনে মামলা দেয়া হয়েছে।ডলার জমাদেয়া হয়েছে ট্রেজারিতে ও সোনা রয়েছে কাষ্টমসে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!