রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

বাগআঁচড়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে নছিমন চাপায় মা নিহত

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় সম্পা খাতুন (২৫) নামে এক মা নিহত হয়েছেন।এসময় তার ছোট মেয়ে সেতু (৩) মারাত্মক আহত হয়েছে। সে দুই কন্যা সন্তানের জননী।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে যশোর সাতক্ষীরা মহা সড়কে বাগআঁচড়া খ্রিষ্টান বাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূ্র্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- শম্পা ইজিবাইক যোগে তার ছোট মেয়ে সেতুকে ডাক্তার দেখাতে বাগআঁচড়া বাজারের খ্রিষ্টান বাড়ী মোড়ে এসেছিল। নসিমন থেকে নেমে ভাড়া মিটানোর সময় তার মেয়ে সেতু অসাবধানতা বসত মেইন রাস্তার উপর চলে যায়। এ সময় সাতক্ষীরা গামী একটি নসিমন আসতে দেখে মা মেয়েকে বাঁচাতে ছুটে গেলে ঐ নসিমনের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হুমাউন কবীর খবরটি নিশ্চিত করে বলেন- তার মেয়েকে রাস্তার উপর থেকে ধরে আনতে যেয়ে নছিমনের ধাক্কায় সম্পার মৃত্যুহয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোর বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে পুটখালী গ্রামের পশ্চিম পাড়ার একটি মুরগীর খামার থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়- গোপন সংবাদে জানা যায় যে, সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত মুরগীর খামারে কতিপয় ব্যক্তি অস্ত্র বেচা-কেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। এ সময় ওই স্থান থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল বন্দরের ওয়েং স্কেল থেকে বিজিবি প্রত্যাহার আমদানি-রফতানিস সচল

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন প্রত্যাহার করে নেওয়ায় বন্দর ও কাস্টমসে বাণিজ্যিক কার্যক্রম সচল হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়।

বন্দর সূত্রে জানা যায়- গত শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার ওয়েং স্কেলে বিজিবি সদস্যরা আমদানি বাণিজ্যে কাস্টমসের সাথে যৌথ ডিউটি শুরু করে। অনুমতি না নিয়ে কাস্টমসের সাথে যৌথ দায়িপ্ত পালন করার প্রতিবাদ জানিয়ে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়। কাস্টমস বিজিবির এ কর্মকান্ড মানতে নারাজ।
বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, জাতীয় রাজস্ব বোর্ডর চেয়ারম্যান মহোদয় স্বরাষ্ট্র সচিবের সাথে আলোচনার পর বন্দর থেকে বিজিবি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বন্দরের দুটি ওয়েং স্কেল থেকে বিজিবি প্রত্যাহার করে নেওয়ায় পূনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম বলেন- দুদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরে পণ্য জটের সৃষ্টি হয়েছে। পণ্য যাতে দ্রুত খালাস দেওয়া যায় সে জন্য সংশিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা