আরো খবর...
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: রুহুল হক এমপি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। আওয়ামীলীগের রাজনৈতিক দর্শণ সকল ধর্মকে সমান চোখে দেখা। বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। এবং সেই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে। মাঝে কিছু ব্যাত্যয় ঘটিয়েছিল ভিন্ন মতাবলম্বী, স্বাধীনতা বিরোধী ও জামাত-শিবির চক্র। আজকে বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতিতে মডেল হয়ে আছে। অনেক দেশের চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে আছে। এমনকি ভারত থেকেও বাংলাদেশ এগিয়ে আছে। আমরা ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে চাই।
তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ পরিদর্শক (ওসি) কে নির্দেশ দিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বী মা ও মেয়েরা পূজার সময় রাতদিন চলাচল করবে, তারা যেন কোনরুপ সমস্যায় না পড়ে সেদিকে সতর্ক ব্যবস্থা রাখবেন। যদি কেউ সমস্যা সৃষ্টি করে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন। যদিও তারা আমার নিজের বা দলীয় হোক কোন ছাড় দিবেননা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজনৈতিক শত্রু, অসাম্প্রদায়িক শক্তি সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। এজন্য তিনি নেতাকর্মী ও প্রশাসনকে সতর্কতার সাথে, চোখ খুলে কাজ করার আহবান জানান।
পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, উপজেলায় ১০৬টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনেক মন্ডপে আমার যাওয়া সম্ভব হবেনা, তবে সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল।
মঙ্গলবার বেলা ১১.৩০ টায় আশাশুনি সদর দুর্গা মন্দিরে অর্ঘ্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক উপরোক্ত কথা বলেন।
শারদীয় দুর্গোসব-২০১৮ উপলক্ষে সরকারি ও এমপি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের নিজস্ব তহবিল হতে অর্ঘ্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম।
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আলহাজ শাহ নেওয়াজ ডালিম, আ. আলিম মোল্যা, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ আহবায়ক রতন কুমার অধিকারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১০৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারী হাতে প্রত্যেক মন্ডপের জন্য সরকার প্রদত্ব ১০ হাজার ৫ শত টাকা ও এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল হতে ১০০০ টাকা করে এক লক্ষ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
বিশ্ব খাদ্য দিবসে র্যালী ও আলোচনা সভা
বিশ্ব খাদ্য দিবস- ২০১৮ উপলক্ষে আশাশুনিতে র্যালী, আলোচনা সভা ও পিঠে উৎসব করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমবায় অফিসার আনছারুল আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, শোভানালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ।
পরে পরিষদ চত্বরে হরেক রকম পিঠা, ভাজা দ্রব্য ও ফল-সবজী-তরকারি প্রদর্শণী ও বিক্রয় করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ বিভাগ ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কাচা ফল-তরি তরকারি, পিঠা ও ভাজা দ্রব্যের মেলার আয়োজন করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন