বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

বর্নাঢ্য আয়োজনে তালায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরার তালায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

তালা উপজেলা পরিষদ চত্ত্বরে রবিবার (২৮জানুয়ারি ) সকালে জাতীয় ও দলীয় পতাকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সুচনা করা হয়েছিল। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী সমাপনী ঘটে।

বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে বাদ্যযন্ত্রসহ বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপ-শহরের বর্নাঢ্য শোভাযাত্রা শেষে পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ মেহেদীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান সাদিক। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু,জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষা সপ্তাহে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় শ্রেষ্ঠ
জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরার তালা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। কলেজ পর্যায়ে তালা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় নির্বাচিত হয়েছে। তাছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ এনামুল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা এবং বিজ্ঞান বিভাগের ছাত্র দ্বীপ দাশ শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অত্র মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা উপজেলায় ১৪টি বিষয়ে প্রথম স্থান অধিকার করে জেলা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। পরবর্তীতে সাতক্ষীরা জেলার প্রতিযোগিতায় সঙ্গীতের ৬টি বিষয়ে প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হন। এ প্রসঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান কে আরো ভালো করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

তালায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর নিজস্ব অর্থায়নে প্রদত্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রবিবার (২৮ জানুয়ারী) সকালে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এ সময় প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য অরুন কুমার ঘোষসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তালায় হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
তালা উপজেলার মাঝিয়াড়া বাজারে শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির সভাপতি কর্তৃক ব্যবসায়ী বিষ্ণু পদ চৌধুরীকে জীবননাশের হুমকি দেয়ার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগনেতা সৈয়দ ইদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পারিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। এ সময় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুনছুর আলী, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, লক্ষ¥ীকান্ত চৌধুরী এবং তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সম্প্রতি তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম একটি পিকআপ ভাড়াকে কেন্দ্র করে মাঝিয়াড়া গ্রামের বিষ্ণু পদ চৌধুরীকে প্রকাশ্যে জীবননাশের হুমকি প্রদান করে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা