শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে

এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও অতি উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বার্ষিক প্রিতিভোজ ও মিলন মেলা। বৃহস্পতিবার প্রিতিভোজ ও মিলন মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাইনউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় তিনি বলেন প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটাই সব চেয়ে বড় পাওয়া।

সমাজে প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখলেও বর্তমান সরকার তাদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করায় বিশ্ব দরবারে আলোচিত হয়েছে। আমি নিজেও এই প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য সামান্য কিছু আবদান রাখতে পেরেছি মাত্র। ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে আমি প্রতিবন্ধীদের জন্য নগদ টাকা দিয়েছি তবে প্রয়োজনের তুলনায় এই সহায়তা অতি সামন্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিব আহছান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের সমন্বয়কারী সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) রেজাউল ইসলাম, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী, ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোমতাজ হোসেন মন্টু, সাংবাদিক এস এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্ছু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবলীগ নেতা মহিউদ্দীন খোকন।

মিলন মেলার অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা হামদ, নাত ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম জে এফ( বিশেষ প্রতিবন্ধী) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও এম জে এফ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম।

কালিগঞ্জে নাছরুল উলুম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান
কালিগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২৫ জানুয়ারী সকাল ১১ টায় মাদ্রাসা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম মোঃ আব্দুল্লার সভাপতিত্বে ও সহকারী সুপার শফিউল্ল্যাহ এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ১০ শ্রেনীর ছাত্র হাফেজ মোঃ শহিদুল ইসলাম ও মানপত্র মাঠ করেন বিদায়ী ছাত্র আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষক নূর আলম, নাজমুল হোসেন, হোসেন আলী, শাহীদুল্লাহ, আব্দুর রব, আবু মুছা, শিক্ষিকা জহুরা খাতুন, মুসলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট ওয়াজিয়ান মাওঃ আনোয়ারুল ইসলাম।

কালিগঞ্জে বাল্য বিবাহ রোধে থিয়েটার ‘‘অদম্যলতা’’ অনুষ্ঠিত
ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর সহযোগীতায় ও নবযাত্রা ওয়াল্ড ভিশনের বাস্তবায়নে বাল্য বিবাহ রোধে নবযাত্রার প্রচার অভিযান১৮ আগে বিয়ে নয় গনসচেতনতা তৈরিতে কমিউনিটি থিয়েটার অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বিকাল ৩ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্তরে থিয়েটার অদম্যলতা অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ নবযাত্রা ফিল্ড অফিস কো অডিনেটর আশিষ কুমার হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সুধাশু হালদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্প সুশীলন এর উপজেলা কো অডিনেটর হাবিবুর রহমান, নবযাত্র প্রকল্প জেন্ডার ম্যানেজার তাসনুভা জামান, ইয়ুথ ডেভেলেপমেন্ট স্পেশালিষ্ট মোস্তাফা কামাল, জেন্ডার অফিসার লাইলী, আরজুমান খানম প্রমুখ। ব্যাল্য বিবাহ প্রতিরোধে নবযাত্রা প্রচার অভিযানের থিয়াটারটি বিপুল সংখ্যক নারী পুরুষ উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ