বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘বর্তমান সরকার উন্নয়নমূখি শিক্ষাবান্ধব সরকার’ : দেবহাটায় জেলা প্রশাসক

বর্তমান ডিজিটাল সরকার। আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তর করতে নানামূখি উন্নয়ণ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের প্রথম শর্ত হল শিক্ষিত জাতি গড়ে তোলা। এ কারণে বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। সেই সাথে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি এখন মোবাইলে পৌছে দেওয়া হচ্ছে। এমনকি গরীব, অসহায়, মেধাবীদের জন্য বছরের বিভিন্ন সময় শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার পাশাাশি নতুন যোগ হচ্ছে ডিজিটাল হাজিরার ব্যবস্থা। যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজিরা নিশ্চিতকরণের পাশাপাশি উপস্থিতর সংখ্যা বাড়বে। শুধু তাই নয় সরকার শিক্ষার পাশাপাশি সামগ্রীক উন্নয়ন করতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে ডিজিটাল হাজিরা স্থাপন, উপজেলা পরিষদে সিসি ক্যামেরা ও ইন্টারকম স্থাপন, উপজেলা কমপ্লেক্সে নির্মিত মুক্তমঞ্চ, সাইকেল ও মোটরসাইকেল সেড, উপজেলা পরিষদের গেট, ভূমি অফিসে ভূমি সেবা প্রার্থীদের বসারওয়েটিং সেড, উপজেলা চত্বরের সৌন্দয্যবর্ধন কাজ, সুদমুক্ত ক্ষুদ্রঋণ, শিক্ষাবৃত্তি, বীরমুক্তিযোদ্ধাদের অনুদান, হুইল চেয়ার বিতরন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য এড. শাহানাজ পারভীন মিলি ও আল ফেরদাউস আলফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমোত আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন ও মনজুরুল আলম, রিসোর্স অফিসার অশোক কুমার, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরণ রায়, খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উন্নয়ন কর্মকর্তা রুপা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা, বিভিন্ন বিদ্যালয়েল শিক্ষক-শিক্ষিকারবৃন্দরা।

দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল হাজিরা উদ্বোধন শেষে উপজেলা ২৭ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা এবং ৬০ প্রাথমিক বিদ্যলয়ে ১৯ইঞ্চি মনিটর, ১৬জিবি পেনড্রাইভ বিতরন করা হয়। এতে শিক্ষক-শিক্ষিকা ও শিশুদের দৈনিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি জিডিটাল পদ্ধতিতে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করেন সকলে।

উপজেলার ৩১টি ভূমিহীন পরিবারের মাঝে প্রতি পরিবারের জন্য ০.০৭একর জমি বন্ধোবস্ত দেওয়া হয়।

এদিকে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচির আওতায় রাসানিক সার ও বীজ বিতরন করা হয়। উপজেলার ৪৩০জন কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি, ১ কেজি এমওপি, ১কেজি শরিষার বীজ বিতরন করা হয়। একই সাথে ১০জন চাষিকে উন্নত জাতের বেগুনের বীজ প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আওতায় স্টান্ডিং ফ্রেম ৩টি, হুইল চেয়ার ৫টি, ওয়ার্কার ২টি, একজন প্রতিবন্ধীকে ২০ হাজার টাকা, ১৫৫জন মুক্তিযোদ্ধাদের প্রত্যেকে এক হাজার টাকা করে, সুদমুক্ত ২লাখ টাকার ঋণ ২০জন, ৩জন ক্যান্সার ও কিডনি রুগির মাঝে ১লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। প্রদান, ১২৯জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ২লাখ ২০ হাজার ৮০০টাকা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন