সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফেসবুকে কোনটা আসল এবং কোনটা ‘ফেক’ অ্যাকাউন্ট?

সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আর কেউ ভাবতেই পারে না৷ দিনে সময় পেলেই টাইমলাইনে অন্যদের আপডেটস, নিজের ছবি এবং স্টেটাস পোস্ট বা মেসেঞ্জারে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে সবারই ভাল লাগে৷ আবার সোশ্যাল মিডিয়া চ্যাটিংয়ে রয়েছে বেশ কিছু বিপদও৷ কারণ অবশ্যই ফেক প্রোফাইল৷

ফেসবুক-টুইটারে রয়েছে অসংখ্য ফেক প্রোফাইল৷ তাতে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুর প্রোফাইলটি আসল না নকল? সেটা বোঝাটাও একটা কঠিন বিষয়৷ তবে বেশ কিছু উপায় রয়েছে, ফেক প্রোফাইল বোঝার৷ সেগুলো কী দেখে নিন একবার-

১। প্রোফাইল পিকচার-

বেশ কিছু ছবি আছে যা অনেক ফেক আইডিতেই প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয় ৷ সেগুলো একটু ভাল করে দেখলেই বোঝা সম্ভব ৷ সেসব ছবি যদি ব্যবহার হয়, তাহলে বুঝবেন ওই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। আর কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করার সময় দেখে নিন, সেই প্রোফাইলে খুব কম সংখ্যায় ছবি নেই তো ? অনেক সময় মাত্র একটা ছবিও থাকে অনেকে প্রোফাইলে ৷ সেসব ক্ষেত্রে আইডি-টি ফেক হওয়ার সম্ভাবনাই বেশি ৷

২। ফ্রেন্ডলিস্ট-

কারোর ফ্রেন্ডলিস্ট দেখাটা এখন সবক্ষেত্রে সম্ভব হয় না ৷ কারণ অনেকেই নিজের ফ্রেন্ডলিস্ট পাবলিক করে রাখেন না ৷ কিন্তু যদি থাকে , সেক্ষেত্রে দেখে নিন বন্ধুরা কারা ৷ কারোর সঙ্গে আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে কী না ৷ যদি আছে তাহলে সেই মিউচুয়াল ফ্রেন্ড কেমন ব্যক্তি ৷ এমনকী, নতুন বন্ধু সম্পর্কে সেই মিউচুয়াল ফ্রেন্ডকেও জিজ্ঞেস করে নিতে পারেন ৷

মেয়েদের ক্ষেত্রে তাদের ফ্রেন্ডলিস্টে যদি ৩-৪ হাজার বন্ধু থাকে ৷ তাহলেও সেটা অনেক সময় ফেক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অনেক পুরুষ মানুষই আবার রয়েছেন, যারা মেয়েদের নামে এবং ছবি দিয়ে এক বা একাধিক ফেক প্রোফাইল খুলে রাখেন ৷ কোনও অন্য মেয়ের প্রোফাইল থেকে ছবি নিয়ে ফেক প্রোফাইল তৈরি করেও অনেকে চ্যাট করেন ৷ বেশি সংখ্যায় মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টও আসে এই সমস্ত মেয়েদের ছবি এবং নাম দিয়ে তৈরি ফেক প্রোফাইলগুলিতে ৷

৩। খারাপ ছবি-

আইডিতে যদি কোনও কুরুচিকর বা পর্ন ছবি থাকে ৷ তাহলে সেই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই প্রবল ৷ কারণ কোনও সুস্থ মস্তিষ্কের ব্যক্তিই চাইবেন না নিজের প্রোফাইলে এই ধরণের ছবি রাখতে ৷

৪। পেজ লাইক-

আপনার সন্দেহের আইডিটি কী ধরনের পেজে লাইক দিয়েছে সেটা তার রিসেন্ট অ্যাক্টিভিটি দেখলেই স্পষ্ট হবে৷ ফেক আইডিতে বেশ কিছু অ্যাডাল্ট সাইটের পেজে লাইক আপনি পাবেনই পাবেন ৷ এছাড়া দেখে নিন প্রোফাইল ডিটেলস ৷ সেখানে সেই ব্যক্তির স্কুল-কলেজ এবং অন্যান্য সব ডিটেলস খুঁটিয়ে দেখুন ৷ সঙ্গে দেখুন ছবির অ্যালবামগুলি ৷ তাহলেই প্রোফাইল সম্পর্কে একটা ধারণা জন্মাবে আপনার ৷

৫। মোবাইল নম্বর দেওয়া আছে কী না-

কোনও মেয়ের আইডিতে যদি দেখা যায় তাতে এক বা একাধিক মোবাইল নম্বর দেওয়া আছে, তাহলে বুঝতে হবে সেই আইডিটা ফেক। কারণ কোনও নারী ফেসবুকে তার নম্বর পাবলিক করে রাখেন না। দিলেও সেটা ‘অনলি মি’ করে রাখেন যাতে কেউ দেখতে না পারে।

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি