মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের উপস্থিতিতে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৩১ ডিসেম্বর যশোরে জনসভা সফল করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা রবিবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

এদিকে সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ অর্থের মাধ্যমে মঙ্গলকোট ও পাঁজিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন।

কেশবপুরে চাঁদার টাকা না পাওয়ায় রোমান ব্রিকসের বিরুদ্ধে ষড়যন্ত্র ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে চাঁদার টাকা না পাওয়ায় রোমান ব্রিকসের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র। প্রতিবাদে ২৫ ডিসেম্বর বিকালে ভাটার সম্মুখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুরের বারুহাটীতে রোমান ব্রিকসের মালিক সাতবাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে জানান, গতবছর উপজেলার বারুহাটি চৌরাস্তা মোড়ে রোমান ব্রীকস নামক ইটভাটা তৈরীর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। যা প্রক্রিয়াধীন অবস্থায় নির্মাণ কাজ পরিচালনা করে চলেছেন। কিন্তু অত্র এলাকার মৃত শামছের মোড়লের ছেলে নুর আলী মোড়ল, মোক্তার আলীর ছেলে আব্দুস সাত্তার, মৃত আবুল খায়ের দফাদারের ছেলে আনোয়ার হোসেন টিটু, মৃত মফেজ সানার ছেলে মজিবার রহমান. মোক্তার আলীর ছেলে নজরুল ইসলাম-সহ কতিপয় ব্যাক্তি তার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় তারা ইট ভাটার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও হয়রানি মূলক তথ্য দিয়ে আবেদন করেছে। উল্লেখ্য ইট ভাটা সংলগ্র তাদের কোন জমি নাই এবং অত্র ইট ভাটা সংলগ্ন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা ও স্বাস্থ্য কেন্দ্র নাই। এদিকে তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ২৩ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় কেশবপুর অবৈধ ইট ভাটা নির্মান, কৃষকদের মাঝে ক্ষোভ” শিরোনামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাথে সাথে তিনি চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসেনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ভাটা এলাকার জমির মালিক ও ভাটা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

কেশবপুরে পাশাপোল শ্মশান কমিটির মেয়াদ থাকতেও আহ্বায়ক কমিটি গঠন প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে পাশাপোল শ্মশান কমিটির মেয়াদ থাকতেও আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে গতকাল সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চলমান কমিটির উপদেষ্টা চিত্তরঞ্জন দাস জানান, ২০১৫ সালের ১৭ জুলাই উপজেলার সুধিজন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত দলিত প্রতিনিধির উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে উত্তম দাসকে সভাপতি ও সুজন দাসকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৩ বছর মেয়াদী কেশবপুরের পাশাপোল শ্মশান পরিচালনা কমিটি গঠিত হয়। যাদের নেতৃত্বে শ্মশানে বিভিন্ন পূজা অর্চনা, ধর্মীয় যজ্ঞনানুষ্ঠান, দৃশ্যমান কর্মকান্ড ও অবকাঠামোর উন্নয়ন অব্যহতভাবে চলছে। যে কমিটির মেয়াদ ২০১৮ সালের জুলাই মাস পর্যন্ত রয়েছে। অথচ ২২ ডিসেম্বর রাতের আধারে কেশবপুর শহরের গরুহাটা সংলগ্ন ঝুপরী ঘরে বসে ধর্মান্তরিত হয়ে যাওয়া স্যামুয়েল সরকার ও অসিম সরকার-সহ কতিপয় দলিতমঞ্চ নামক সংগঠনের নামধারী ব্যক্তিদের নিয়ে মহিন্দ্র দাসকে আহ্বায়ক করে একটি অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করে। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

বর্তমান কমিটির মেয়াদ থাকা সত্তেও আহ্বায়ক কমিটি গঠন করার একতিয়ার তাদের নাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবৈধভাবে গঠিত পাশাপোল শ্মশানের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে পাশাপোল শ্মশান কমিটির সহ-সভাপতি কার্ত্তিক দাস, সাধারণ সম্পাদক সুজন দাস-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে দেউল স্মৃতি যুব সংঘের ফেসবুক থেকে ক্রীড়া সংগঠক জয় সাহার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কমেন্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরের ভরতভায়না দেউল স্মৃতি যুব সংঘের ফেসবুক আইডি থেকে ক্রীড়া সংগঠক জয় সাহার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কমেন্ট করার প্রতিবাদে খেলোয়ারা সংবাদ সম্মেলন করেছে।

শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে গতকাল দুপুরে সাবেক খেলোয়ার জাহাঙ্গীর আলম বিশ্বাসের পক্ষে ক্রীড়া সংস্থার সাবেক নেতা আজাহারুল ইসলাম লিখিত বক্তব্য পাঠকালে বলেন, গত ২৪ ডিসেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার বর্ণাঢ্য ক্রীড়া জীবন সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যেটা সাংবাদিকরা বিভিন্ন ফেসবুকে আপলোড করেন। ভরতভায়না দেউল স্মৃতি যুবসংঘের আইডি থেকে যুবসংঘের সভাপতি পরিচয়ে ভরতভায়নার সেলিম খান উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা সম্পর্কে কটুক্তি করেন এবং নিজেকে দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ টুর্নামেন্টের আয়োজক, আলতাপোলের ২৩ মাইলে তার নেতৃত্বে প্রতিদিন খোলোয়ারদের প্রাক্টিস এবং দেউল স্মৃতি যুবসংঘের হাত ধরে সব খোলোয়াররা প্রথম বিভাগ লীগে খেলছে এবং তিনি শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসাবে বাফুফের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। পাবলিক ময়দানে বিভিন্ন সময় অনুষ্ঠিত খেলায় সেলিম খানকে তারা অংশ নিতে দেখেননি বা তার নেতৃত্বে কোন ফুটবল টিম কোন টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে বলে তাদের জানা নেই।

তিনি দেউল স্মৃতি যুব সংঘের ফেসবুক আইডি থেকে ক্রীড়া সংগঠক জয় সাহার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কমেন্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আইজি টিমের বাবু, যশোর আবাহনী ক্যাপ্টেন মিনার, সাগর, শহিদুল, নন্দ, গোলকি রফিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের সুমন, শেখ মইনের লিটন, ক্রীড়া সংগঠক জসিম উদ্দীন জক্কি, শাহাজাহান-সহ উপজেলার বিভিন্ন খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চে বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন কেশবপুর

কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ কেশবপুর ও জাহানপুরের আয়োজনে বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা রবিবার সন্ধ্যায় শহরের ক্যাফে ডে লাইটে অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ ও ৩২৯-এর চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অসিত মোদক, সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্র, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি- ৩২৯-এর ম্যানেজার উজ্জ্বল দাস, জেমস অমল বৈদ্য প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত