প্যারিসে গেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে আজ ফ্রান্সের রাজধানী প্যারিস উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সোমবার সকাল সাড়ে সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
দুবাইয়ে দেড় ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে নেয়া হবে ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড (অপেরা) হোটেলে। সফরকালীন এ হোটেলেই অবস্থান করবেন তিনি।
প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সফরকালে এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা এবং দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা, নিয়মিত কূটনৈতিক আলোচনা অনুষ্ঠান, সমুদ্র অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উেক্ষপণ সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। ওই চুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়ান প্ল্যানেট সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করবেন। সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।
সম্মেলনে জলবায়ু অর্থায়ন, স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশগত উত্তরণ বিষয়ে চারটি প্যানেল সেশন অনুষ্ঠিত হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এ ঝুঁকি মোকাবেলায় আমাদের সরকার এরই মধ্যে জলবায়ু অভিযোজন ও উপশম বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। একটি উন্নয়নশীল ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অভিযোজনের বিষয়টিতে বাংলাদেশ সর্বদা অগ্রাধিকার দিয়ে আসছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত পদক্ষেপ ও কর্মসূচিতে বাংলাদেশের অর্জন ও সাফল্য বিশ্ব পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা লাভ করেছে। সম্মেলনে প্রধানমন্ত্রী অভিযোজন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাবনা ঘোষণা করবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্যের বিষয়টিও তিনি তুলে ধরবেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ সামিট আহ্বান করেছেন। প্যারিস চুক্তির দুই বছর পর পরিবেশগত জরুরি সংকট মোকাবেলা নিয়ে আলোচনার উদ্দেশ্যে আন্তর্জাতিক নেতারা ও সারা বিশ্বের প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদের এ সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। সম্মেলনে যোগদান শেষে বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ করে বৃহস্পতিবার বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন