সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পেটের গ্যাস-অম্বল কমানোর সহজ ঘরোয়া দাওয়াই

আজকাল আমরা সারাক্ষণ বাইরের খাবার খাই। তার উপর জীবনযাত্রাও এমন হয়েছে যে হজম ক্ষমতার গোলযোগ আসতে বাধ্য। এছাড়াও নানা কারণে পাকস্থলিতে যখন অতিরিক্ত মাত্রায় অ্যাসিড উৎপাদন শুরু হয়, তখনই তা খাবার নালি দিয়ে উপরে উঠে আসতে শুরু করে। ফলে হজম ক্ষমতা যেমন বিগড়ে যায়। সেই সঙ্গে বুক জ্বালা, পেটে ব্যথা, বমি, খাবার বিস্বাদ লাগা, বুকে চাপ বোধ এবং মাথা ঘোরার মতো লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে।

নানা কারণে এই রোগ হতে পারে। তবে অ্যাসিড রিফ্লাক্সের সব থেকে প্রধান কারণগুলি হল- ঠিক মতো খাবার না খাওয়া, হজমের সমস্যা, অতিরিক্ত ওজন, কিছু ওষুধের সাইড এফেক্ট প্রভৃতি। তবে কারণ যাই হোক না কেন, এই রোগের উপশমে রয়েছে একটি দারুণ সহজ ঘরোয় ওষুধ। আসুন জেনে নেওয়া যাক।

উপকরণ
১. বাটার মিল্ক- ১ গ্লাস
২. আদা- ১ চামচ (ছোট ছোট টুকরো করে কাটা)
প্রতিদিন এই ঘরোয়া ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক মতো খাবার খেলে এবং শরীরচর্চা করলে অ্যাসিডির সমস্যা নিমেষে কমতে শুরু করবে। প্রসঙ্গত, বাটার মিল্ক এবং আদার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা স্টমাকে উৎপন্ন অতিরিক্ত অ্যাসিডের কর্মক্ষমতাকে কমিয়ে দেয়। শুধু তাই নয়, স্টামাকের প্রদাহ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে গ্যাস-অম্বল হওয়ার সুযোগই পায় না।

ওষুধটি বানানোর পদ্ধতি
১. এক গ্লাস বাটার মিল্কের সঙ্গে পরিমাণ মতো আদা মিশিয়ে নিন।
২. ভাল করে নাড়ান মিশ্রনটি।
৩. প্রতিদিন ব্রেকফাস্টের পর এই ওষুধটি খাওয়া শুরু করুন। প্রসঙ্গত, টানা এক মাস এই পানীয়টি খেলে দারুন উপকার পাবেন।
৪. ভুল করেও রাতে কিন্তু এই ওষুধটি খাবেন না।

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি