সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুদুকের সততা স্টোর উদ্বোধন

রুখবো দূর্নীতি, গড়বো দেশ , হবে সোনার বাংলাদেশ এ্ই শ্লোগানকে সামনে রেখে দূর্ণীতি দমন কমিশন দুদকের দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর করা হচ্ছে।

দেশ থেকে দূর্ণীতি মুক্ত করার লক্ষ্যে দুদক কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে সততা ষ্টোর তৈরি করে উক্ত সততা স্টোরে কোন দোকানদার থাকবে না। তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা উন্মূক্ত দোকান থেকে সততার সহিদ কেনাকাটা করে ন্যায্য মূল্য দোকানে পরিশোধ করে আসার লক্ষ্যে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের সততা ষ্টোর খোলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে দুদকের অর্থায়নে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় দুদকের উপ-পরিচালক আবুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অচিন্ত শাহ, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন, শিক্ষক অমর চন্দ্র ঘোষ, আব্দুল মান্নান, শিক্ষক কিংকর কুমার রায়, বিমল কুমার রায়, উদয় কৃষ্ণ দাশ, গোলাম মোস্তফা, তনুশ্রী নাগ, প্রবীর দেনাথ, আজমীর হোসেন, সফিকুল ইসলাম মাওলানা আজারুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক উদয় কৃষ্ণ।

শেখ নুরুল ইসলামের গণ সংযোগ

সাতক্ষীরা-১(তালা কলারোয়া) আসনে আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে অংশ গ্রহন করার লক্ষে বর্তমান সরকারের বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা সাতক্ষীরা-১ আসনের মানুষের মাঝে তুলে ধরে বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
সোমবার দিনভর কলারোয়া উপজেলা সদর ও তালা উপজেলার ইসলামকাটি, ভাগবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারে উন্নয়ন মুলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে আবারো নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক তিনিই পাবেন।

ছাত্রী উত্যক্তের ঘটনায় প্রভাষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মিছিল

পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের পৌরনীতি বিষয়ক প্রভাষক স.ম আতিয়ার রহমানের বিরুদ্ধে মানবিক ২য় বর্ষের এক কলেজ ছাত্রীকে উত্যক্ত ও মানসিক নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষকের শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ প্রতিবাদ মিছিল বের করে কলেজে অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর পিতা আছাদুল ইসলাম কলেজ পরিচালনা পরিষদ বরাবর লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে ২য় বর্ষের ছাত্রী অধ্যায়নরত অবস্থায় কলেজের পৌরনীতি বিষয়ক প্রভাষক স,ম আতিয়ার রহমান বিভিন্ন সময় তাকে উত্যক্ত করে আসছে। অভিযোগের আগের দিনও কলেজে ক্লাসরুমে শিক্ষক আতিয়ার রহমান উক্ত ছাত্রীকে মানসিক ভাবে নির্যাতনমূলক আচরণ করতে থাকে, ছাত্রী কোন উপায়ন্ত না পেয়ে তৎক্ষনাৎ ক্লাসরুম থেকে বের হয়ে আসে। ছাত্রীটি বাড়ীতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি খুলে বললে পিতা আছাদুল ইসলাম কলেজ অধ্যক্ষ বরাবর তার মেয়েকে প্রভাষক স ম আতিয়ার কর্তৃক উত্যক্ত করার লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পত্রটি গ্রহন করে শনিবার সকালে অধ্যক্ষ কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে জরুরী সভা আয়োজন করে। এতে সরকারী কর্মকর্তা সহ কলেজ পরিচালনা পরিষদের সদস্য কাজী তবিবর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটি দুপুরে অভিযোগকারী ছাত্রীর বাড়ীতে গিয়ে পরিবার ও ছাত্রীর কাছ থেকে আনিত অভিযোগের সত্যতা পান। রবিবার সকালে কলেজের শিক্ষক আতিয়ার কর্তৃক ২য় বর্ষের ছাত্রী উত্যক্তের ঘটনা জানিজানি হলে কলেজের সকল শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এসময় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও ক্লাস বর্জনের ঘোষনা দিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান বলেন, ২য় বর্ষের ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে ৫সদস্য তদন্ত কমিটি গঠন করে ভুক্তভোগীর সাথে যোগাযোগের মাধ্যমে আলাপ আলোচনা করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এদিকে তদন্ত কমিটির আহবায়ক কাজী তবিবুর রহমান জানান, কলেজ থেকে অভিযুক্ত শিক্ষক আতিয়ার রহমানের নামে অভিযোগটি তদন্ত করে তার সম্পূর্ণ সত্যতা পাওয়া গেছে। বেসরকারী কলেজ বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উত্যক্তের শিকার ছাত্রী জানান, পৌরণীতির স্যার স,ম আতিয়ার রহমান আমাকে বিভিন্ন সময় কু-প্রস্তব দিয়ে আসছিলো এবং প্রায়ই আমার বাসায় যাতায়াত করতো কুমতলব নিয়ে। স্যারের এধরনের প্রস্তাবে রাজী না হওয়ায় আমাকে মানসিকভাবে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। কোন উপায় না পেয়ে আমি পরিবারের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। এছাড়া উক্ত শিক্ষকের এধরনের আচরনের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করি।

অভিযুক্ত কলেজ প্রভাষক আতিয়ার রহমান বলেন- আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আমার বিরুদ্ধে যড়যন্ত্র চলছে, কলেজে পাওনা ৩ লক্ষ টাকা ও স্কেল পাওনা না দেয়ার জন্য একটি মহল আমার বিরুদ্ধে গভীর ষড়ষন্ত্র চালিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা