পাটকেলঘাটায় শেখ নুরুল ইসলামের উঠান বৈঠক
পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় ভাগবাহ ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মুনতাজ’র সভাপতিত্বে উঠান বৈঠকে দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের স্বচিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল ক্দ্দুুস, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আলাউর রহমান, হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মিনহাজ মুনমুন, সরদার ফিরোজ, ওসমান, মাসুদ, ইকরামুল, শেখ মনিরুজ্জামান সহ বিভিন্ন স্তরের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় যায়, তখনই দেশ উন্নয়নের জোয়ারে ফিরে আসে। আজ আমরা স্বয়ংসম্পূর্ণভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। রাস্তাঘাট সহ তথ্যপ্রযুক্তির উৎকর্ষে যেন আমরা স্বর্ণ শিখরে আরোহণ করেছি। তাই আবারও শেখ হাসিনার হাত শক্তিশালী করে আগামীতে নৌকা মার্কা বিজয়ী করতে সকলকে উদাত্ত আহবান জানান।
অবিরাম বর্ষণে ডোবা পুকুর পানিতে টইটুম্বুর
গত দু’দিনের অবিরাম বর্ষণে পাটকেলঘাটার নানাবিধ এলাকাসমুহের ডোবা, পুকুর, খাল, বিল, নদী নালা পানিতে টই টুম্বুর অবস্থার সৃষ্টি হয়েছে। সারাদিন গুড়ি গুড়ি কখনও জোরে সোরে আবার থেমে থেমে বৃষ্টি হতে দেখা মেলে।
অধিকাংশ ফসলি ক্ষেত পানিতে ভরে গেছে। আমন ধানের বীজতলা এতে ক্ষতির সম্মুখীন হয়েছে। পাটগাছ কাটার সময় চলমান থাকায় জলাবদ্ধতার সৃষ্টিতে অনেকে পাটগাছ কাটা থেকে বিরত আছেন। ডোবা পুকুর ঘের গুলো পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে মাছ উঠে যাওয়ার খবরও পাওয়া যায়। গ্রাম্য রাস্তাঘাটা পানিতে ডুবে যাতায়াতের মারাত্বক বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন সকলে। কর্দমাক্ত হয়ে অনেকে প্রয়োজনের তাগিদে অন্যত্র যাতায়াত করছেন। যে সকল এলাকা নিচু সেখানে পানি জমাট বেধে স্থায়ী জলাবদ্ধতায় রুপ নিয়েছে। জরুরী তাগিদে প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাড়ির বের হতে দেখা মেলেনি। অফিস, আদালত, কলেজ, স্কুলের শিক্ষার্থী ও চাকুরীজীবীগণ রেইনকোর্ট ব্যবহার করে ছুটে চলতে দেখা মেলে। জীবিকার তাগিদে অনেকে কাজ করতে না পারায় পুকুর খালে নদীতে কোমরে থলে বেধে মাছ মেরে সংসারের এমনকি বিক্রির জন্য অর্থ উপার্জন করে। অনেকের পানের বরজ পানিতে তলিয়ে গেছে।
থানার কুমিরা ইউনিয়নের আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম জানান, আমার বিঘা খানেকের মতো পানের বরজ গত কয়েক দিনের অবিরাম বর্ষণে যেন তলিয়ে গেছে। বৃষ্টিতে ভিজে পুড়ে নালা করে দিলে পানি অনেকটা সরে গেছে। নইলে পান গাছ গুলো জলাবদ্ধতায় হয়তো মারা যেতো। ভ্যান চালক ফিদ্দুস জানান, সংসার পরিচালনার একমাত্র হাতিয়ার আমার ইঞ্জিন ভ্যানটি। বৃষ্টিতে লোকজন না পাওয়ায় সারাদিন উপোস গেল। দোকান পাট খুললেও কাস্টমার না থাকায় অনেকের মুখে হাত উঠে গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন