সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের বিতাড়িত করা হবে না’

জাতীয় নাগরিক পঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস’র (এনআরসি) নামে ভারতের পশ্চিমবঙ্গ থেকে একজনকেও বিতাড়িত করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রাজ্যটিতে বসবাসকারী বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার বিষয়ে বিজেপির বক্তব্যকে নস্যাৎ করে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে যে জন্মেছে এবং পশ্চিমবঙ্গে যে বসবাস করছে তারা পশ্চিমবঙ্গেরই নাগরিক।

তিনি বলেন, দিলীপ ঘোষ বা অমিত শাহরা চেষ্টা করলেও পশ্চিমবঙ্গ থেকে সেইসব মানুষদের বিতাড়িত করতে পারবে না। এরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হল মমতা ব্যানার্জি। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এরাজ্যের মুখ্যমন্ত্রীকে গুলিয়ে ফেললে হবে না। মমতা ব্যানার্জির গায়ে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এরাজ্য থেকে একটা মানুষকেও তারা (বিজেপি) বিতাড়িত করতে পারবে না।

উল্লেখ্য, গতকাল বুধবারই রাজ্যটির হাবড়াতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। তাদের বিতাড়িত করতে অাসামের মতো এরাজ্যেও জাতীয় নাগরিক পঞ্জি চালু করা দরকার। দিলীপ ঘোষের সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন রাজ্যটির ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা নিয়ে মন্ত্রী বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে গেলে ১৪ জন নরেন্দ্র মোদি, ১৪ জন অমিত শাহ এবং ১৪ জন দিলীপ ঘোষকে আসতে হবে।

গত ৩০ জুলাই অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয় ২.৮৯ কোটির কিছু বেশি মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। আর তার পর থেকেই বিভিন্ন সময়ে এই ইস্যুতে বিতর্ক চলছেই।

‘বাংলাদেশিদের পশ্চিমবঙ্গ ছাড়তেই হবে’
ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে অাসামের মতো এরাজ্যটিতেও জাতীয় নাগরিক পঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) চালু করতে চায় বিজেপি। আজ বুধবার একথা বলেছেন দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, এরাজ্যে প্রায় ১ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। আর তাদেরকে বিতাড়িত রতেই শিগগির এনআরসি চালু করা দরকার।

এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বাণীপুরে দলীয় কর্মী সভায় উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কারা দেশের প্রকৃত নাগরিক আর কারা বিদেশি নাগরিক-সেটা জানার অধিকার আমাদের আছে। আর সেই কারণে শীর্ষ আদালত নির্দেশে মেনেই অাসাম রাজ্যে এনআরসি হয়েছে। অাসামের মতো এরাজ্যেও এনআরসি চালু করা হবে।’ প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর অভিমত বিশ্বের কোন রাষ্ট্রেই অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হয় না। তাই আমরাও কোন অবৈধ অনুপ্রবেশকারীদের থাকতে দেবো না।

উল্লেখ্য, গত ৩০ জুলাই অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয় ২.৮৯ কোটির কিছু বেশি মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। আর তারপর থেকেই বিভিন্ন সময়ে এই ইস্যুতে বিতর্ক চলছেই।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!