আশাশুনিতে ২৬৮ পরিবারের মাঝে
পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে- এমপি রুহুল হক
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অথ্যাৎ চলতি বছরের মধ্যেই আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎতায়ন হবে। আগে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরগুলোতে বারবার ধর্ণা দেয়া লাগতো। এখন সময় পরিবর্তন হয়েছে সংশ্লিষ্ঠ কর্মকর্তারা নতুন সংযোগ দেয়ার জন্য আপনাদেরকে খুজবে। শুধু বিদ্যুৎ সেক্টরে নয় প্রত্যেকটি ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন হয়েছে।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা মুখে বলে শেষ করা সম্ভব নয়। দেশের অধিকাংশ মানুষ সচেতন, ডিজিটাল বাংলাদেশ এখন সবার হাতে হাতে ইন্টারনেট। আমি উন্নয়নের কথা বলে গেলাম বা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেলাম যার বাস্তবায়ন করলাম না এমনটি এখন আর সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার সাথে সাথেই ঘোষনা দিয়েছিলেন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌচ্ছে দেওয়া হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ আমরা বিদ্যুৎতায়নের ক্ষেত্রে এত দূর এগুতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে মানুষের চাহিদাও বাড়বে এ কথা মাথায় রেখে ৩ হাজার মেগা ওয়াট থেকে আমরা ১৬ হাজার মেগা ওয়াটে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তাই আমি বলবো নৌকার সাথে থাকুন বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন। শুত্রুবার বিকালে আশাশুনি উপজেলার কাদাকাটির মোকামখালী ইফতেদায়ী মাদ্রাসা ফুটবল মাঠে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি উপমহাদেশের প্রখ্যত চিকিৎসক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া, মোকামখালী ও টেকারামচন্দ্র পুর তিন গ্রামের ২৬৮ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন।
সাংবাদিক অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জি এম রবীন্দ্র নাথ, আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হুসাইন, চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামসুল আলম, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি এম এম সাহেব আলী, পল্লী বিদ্যুৎ আশাশুনি সাব জোনাল অফিসের এ জি এম স্বপন কুমার ফাল, আ’লীগ নেতা ইয়াহিয়া ইকবাল, আঃ হান্নান মন্টু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন