পর্যটকদের জন্য যাতায়াত ভাড়া মওকুফ হল যে দেশে!
ইউরোপের ছোট্ট একটি দেশ লুক্সেমবার্গ। মাত্র ৬ লাখ জনসংখ্যার দেশটি সম্প্রতি বেশ বড় একটি উদ্যোগ নিয়েছে। পর্যটকদের জন্য সব গণপরিবহনের ভাড়া মওকুফ করে দিচ্ছে লুক্সেমবার্গের সরকার। এরকম সুবিধা এখন পর্যন্ত পৃথিবীর আর কোথাও নেই।
জানা যায়, গতবছরের আগস্ট থেকে ২০ বছরের কম বয়সী সকল নাগরিক, হাই স্কুলের ছাত্র-ছাত্রী এবং ৩০ বছরের নিচের বিদেশি সকল ছাত্র-ছাত্রীদের জন্য যাতায়াত ফ্রি করে দিয়েছিল দেশটির সরকার। ট্র্যাফিক জ্যামে অতিষ্ঠ হয়ে দেশটির সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে ২০২০ সালের মার্চ মাস থেকে ট্রেন, ট্রাম ও বাসে চড়লে কাউকে কোনো ভাড়া দিতে হবে না।
লুক্সেমবার্গের চলাচল ও গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র ড্যানি ফ্যাঙ্ক বলেছেন, ‘আমরা আশা করছি এই পদক্ষেপের কারণে রাস্তায় জ্যাম কমবে এবং পরিবেশগত সুবিধাও পাওয়া যাবে।’মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটির গণ পরিবহন ব্যবস্থা পুরো দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করে এবং প্রতি বছর এজন্য ৫৬২ মিলিয়ন ডলার খরচ হয়। তবে টিকেট বিক্রি করে প্রতি বছর আয় হয় ৪৬ মিলিয়ন ডলার।
নগর উন্নয়ন বিশ্লেষকদের ধারণা পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করা হলে যানজট অনেকাংশেই হ্রাস পাবে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পর্যটক বেড়ে যাবে দেশটিতে। যার ফলে সরকার সেই ব্যয় তুলে নিতে সক্ষম হবে বলে তাদের ধারণা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
এবার অভিনয়ে পরিচালক শিমুল সরকার
নজরুল ইসলাম তোফা:: পরিচালক শিমুল সরকার। সময়ের তরুণ জনপ্রিয় একজনবিস্তারিত পড়ুন
সালমানকে উৎসর্গ করে গাইলেন টুটুল
জনপ্রিয় রেডিও উপস্থাপক জহিরুল ইসলাম টুটুল শ্রোতা মহলে আরজে টুটুলবিস্তারিত পড়ুন
সন্তানকে নিয়ে নিউইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা
সন্তানকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে তাহসান-মিথিলা। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলাবিস্তারিত পড়ুন