শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

নড়াইলে সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরিবের এসি ঘর

নড়াইলে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চির ঐতিহ্য নিদর্শন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির তৈরি বাড়ী (ঘর)। যা এক সময় ছিল গ্রামের মানুষের কাছে মাটির বাড়ি বা ঘর গরিবের এসি বাড়ী নামে পরিচিত।
কিন্তু কালের আবর্তে আজ হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মাটির বাড়ি ঘর। বেশি দিনের কথা নয়, নড়াইলের গ্রাম বাংলার প্রতিটি গ্রামে নজরে পরতো এই মাটির বাড়ি ঘর। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশা-পাশি প্রচুর গরম ও শীতে বসবাস উপযোগী মাটির তৈরি বাড়ি ঘর। এসব মাটির বাড়ি ঘর আর তেমন একটা নজরে পড়ে না।

আধুনিকতার ছোঁয়া আর সময়ের পরিবর্তে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি ঘর বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বাড়ি ঘর শীত ও গরম মৌসুমে আরামদায়ক বলে গ্রামের অনেক বিত্তবানও এই মাটির দ্বিতল বাড়ি ঘর তৈরি করেন।

জানা যায়, অতি প্রাচীনকাল থেকেই মাটির বাড়ি বা ঘরের প্রচলন ছিল। গ্রামের মানুষের কাছে এই বাড়ি বা ঘর ঐতিহ্যের প্রতীক ছিল। গ্রামের বিত্তবানরা এক সময় অনেক অর্থ ব্যয় করে মজবুত মাটির দ্বিতল বাড়ি ঘর তৈরি করতেন। যা এখনও কিছু কিছু গ্রামে চোখে পড়ে। এঁটেল বা আঠালো মাটির কাঁদায় পরিণত করে ২-৩ ফুট চওড়া করে দেয়াল বা ব্যাট তৈরি করা হয় ১০-১৫ ফুট উঁচু। দেয়ালে কাট বা বাঁশের শিলিং তৈরি করে তার ওপর খর বা টিনের ছাউনি দেয়া হয়। মাটির বাড়ি ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। সব ঘর বড় মাপের হয়না।

নড়াইলের গৃহিনীরা বিভিন্ন অনুষ্ঠানে মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা এঁকে ঘইেইসৌন্দর্য বৃদ্ধি করতেন। প্রাকৃতিক দূর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির বাড়ি ঘরের ক্ষতি হয় বলে বর্তমান সময়ে দীর্ঘ স্থায়ীত্বের কারণে গ্রামের মানুষরা ইটের বাড়ি নির্মাণের আগ্রহী হচ্ছেন। ভূমিকম্প বা বন্যা না হলে একটি একটি মাটির বাড়ি শত বছরেও বেশি স্থায়ী হয়। কিন্তু বর্তমান সময়ে কালের বিবর্তনে ইটের দালানকোটা আর বড় বড় অট্রালিকার কাছে হার মানছে মাটির বাড়ি ঘর।

নড়াইলের গ্রামের আজাদ সরদার, ভবানী পুর রমজান আলী, নড়াইলের শরস পুর গ্রামের মোবারক আলী, নড়াইলের মাউজ পাড়া গ্রামের হাফিজুল, আয়তালী ও আব্দুস সামাদসহ আরো অনেকে জানান, মাটির তৈরি এই বাড়ি ঘর তারা পেয়েছেন পৈত্রিক ভাবে। তাদের পূর্ব পুরুষরাও এই মাটির তৈরি বাড়িতেই জীবন কাটিয়ে গেছেন। তাই এখনও তারা এই বাড়িগুলো ভাঙ্গেনি। মাটির বাড়ি বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের পরিবর্তনে আধুনিকতার সময় অধিকাংশ মাটির বাড়ি ঘর ভেঙ্গে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় দীর্ঘ স্থায়ী ভাবে অনেক লোকের নিবাস কল্পে গ্রামের মানুষরা ইটের বাড়ি ঘর তৈরি করছেন বলে অনেকের ধারনা।

মায়ের আত্মহত্যার চেষ্টা

নড়াইলে শিশু সন্তান মিমকে মায়ের নিকট থেকে স্বামী নড়াইলের কালিয়া উপজেলার বাবরা ইউনিয়নের শুক্তগ্রাম বাজার থেকে জোর করে ছিনায় নেয়ার খবর পাওয়া গেছে। এর শোক সামলাতে না পেরে মা কুলসুম বেগম তিনদিনপর মঙ্গলবার (২০আগষ্ট) সকালে পিত্রালয়ে কীটনাষক পান করে আত্মহত্যার চেষ্টা করে। সে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসা চলছে। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার মাওলী গ্রামের সরোয়ার শেখের ছেলে ফরহাদ শেখকে ভালবেসে একই উপজেলার পাটকেল বাড়ি গ্রামের বাচ্চু মোল্যার মেয়ে কুলসুম (২০) আড়াই বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ছয় মাস পূর্বে কুলসুম বেগমের কোল আলো করে মিমের জন্ম হয়। মিমের বয়স দুই মাস হতে না হতেই ফরহাদ শেখ আবার একটি বিয়ে করে। এ বিষয়টি নড়াইলের কালিয়া উপজেলার বাবরা ইউনিয়নের শুক্তগ্রাম বাজারে শনিবার (১৭আগষ্ট) দুপুরে বসে বিষয়টি মিমাংসা হয়।খোলা তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হয়। এরপর কুলসুমের সাবেক স্বামী ফরহাদ শেখ কুলসুম বেগমের নিকট থেকে শিশু কন্যা মিমকে জোরকরে ছিনায় নেয়। অনেক চেষ্টারপর কন্যাকে ফিরে না পাওয়ায় কুলসুম কন্যার শোকে ভারসাম্যহীন হয়ে মঙ্গলবার (২০আগষ্ট) সকালে পিত্রালয়ের ঘরে থাকা কীটনাষক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওইদিন সকাল পৌনে আটটায় নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করে।

পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ি-ঘরে জলাবদ্ধতার সৃষ্টি

নড়াইলে মাত্র টানা তিন ঘণ্টার বৃষ্টিতে পৌরসভার বেশিরভাগ এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে এসব সড়ক। পরিকল্পিত ড্রেনেজ ও নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বহু বাড়ি-ঘরে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, জানা গেছে, নড়াইলে ভোর থেকে টানা ৪ ঘণ্টা বৃষ্টি হয়। এতে নড়াইল পৌরসভার কুরিগ্রাম, ভওয়াখালী, আলাদাতপুর, মহিষখোলা ও বরাশোলার বিভিন্ন পাড়া-মহল­ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নড়াইলের চিত্রশিল্পী এস এম সুলতান কমপে­ক্স সড়কের প্রতিটি বাড়ির সামনে এবং ভেতরে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। ফলে এলাকার লোকজন মানবেতর জীবন-যাপন করছেন। এ ব্যাপারে নড়াইল পৌরসভার ৬ নং ওয়াডের্র কাউন্সিলর শরফুল আলম লিটু বলেন, আমি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করতে পারব না, এটা আমার কাজ না। আপনারা যা পারেন করেন। অপরদিকে নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতোমধ্যে নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং কাজ চলছে। ড্রেনেজ সমস্যার ব্যাপারে তিনি বলেন, নড়াইল পৌর এলাকায় প্রয়োজনীয় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়।

এমপি মাশরাফী প্রধানমন্ত্রী কাছে আবেদনের প্রেক্ষিতে: নড়াইলের নবগঙ্গা প্রথম ধাপে খনন নিশ্চিত

নড়াইলের সংসদ মাশরাফী আবেদনের প্রেক্ষিতে নবগঙ্গা প্রথম ধাপে পুন খনন নিশ্চিত নড়াইল জেলা দিয়ে প্রবাহিত নদী খনন করার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন রেখেছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সেই আবেদনের প্রেক্ষিতে প্রথম ধাপে, বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় নড়াইলের মধুমতি নবগঙ্গা উপ-প্রকল্প পুনর্বাসন ও নবগঙ্গা নদী পুনঃখনন, ড্রেজিং এর মাধ্যমে পূনরুজ্জীবন ও পরিবেশগত ভারসাম্য রক্ষা প্রকল্প” নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে যে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩০৩.৬১ কোটি টাকা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন বসু বিষয়টি নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…